Monday, December 8, 2025
HomeSports NewsSurprise Victory: ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এশিয়ার দল

Surprise Victory: ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এশিয়ার দল

- Advertisement -

উজবেকিস্তান অনূর্ধ্ব-১৭ দলের কোচ জামালউদ্দিন রহমাতুল্লাহিয়েভ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ দলের নতুন ত্রাস হয়ে উঠেছেন। অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে থ্রি লায়ন্সের বিপক্ষে ২-১ গোলে জিতেছে উজবেকিস্তান। অপ্রত্যাশিত এই জয়ের পর উজবেক কোচকে নিয়ে আলোচনা হচ্ছে খুব। ইংল্যান্ডকে হারিয়ে এশিয়ার একমাত্র দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে উজবেকিস্তান। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ফ্রান্স।

উজবেকিস্তান অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ইংল্যান্ডকে পাঁচ মিনিটের মধ্যে টেক্কা দিয়েছিল। এ সাইদভের করা গোল থেকে এগিয়ে গিয়েছিল তারা। বিরতির বাঁশি বাজার কিছু আগে সমতায় ফেরাতে সক্ষম হয়েছিল ইংল্যান্ড। তবে শেষ রক্ষা করতে পারেনি থ্রি লায়ন্স। দ্বিতীয়ার্ধে নেওয়া একটি ফ্রি কিক লিখে দিল নতুন ইতিহাস।

   

ম্যানচেস্টার সিটি এবং চেলসি সহ প্রিমিয়ার লিগের শীর্ষ স্থানীয় অ্যাকাডেমিগুলির প্রতিভায় ভরা ইংল্যান্ডের দলটি মাঠের মধ্যে জড়িয়ে পড়েছিল বিতর্কে। রেফারির সঙ্গে তর্কাতর্কি করতে দেখা যায় ফুটবলারদের। মাত্র চার মিনিটের মাথায় আমিরবেক সাইদভের হেড রিবাউন্ডে এগিয়ে যায় উজবেকিস্তান। ম্যাচের ৩৬ মিনিট পর ম্যান সিটির তরুণ খেলোয়াড় জোয়েল নাদালার গোলে সমতা ফেরায় ইংল্যান্ড। তবে ৬৭ মিনিট পর লাজিজবেক মিরজেভের সুন্দর ২০ গজের ফ্রি কিক ২০১৭ সালের চ্যাম্পিয়নদের বিশ্বকাপ যাত্রা সম্পন্ন করে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular