Surchandra Singh: রাজস্থান ইউনাইটেডে যোগ দিতে চলেছে দুই প্রধানে খেলা এই ফুটবলার

রাজস্থান ইউনাইটেডে যোগ দিতে চলেছে সুরচন্দ্র সিং (Surchandra Singh)। দুই বছরের চুক্তিতে এই ফুটবলার সংশ্লিষ্ট ক্লাবে যোগ দিতে চলেছেন এমনটাই জানা গিয়েছে। গত মরশুমে আইলিগে…

Surchandra Singh

রাজস্থান ইউনাইটেডে যোগ দিতে চলেছে সুরচন্দ্র সিং (Surchandra Singh)। দুই বছরের চুক্তিতে এই ফুটবলার সংশ্লিষ্ট ক্লাবে যোগ দিতে চলেছেন এমনটাই জানা গিয়েছে। গত মরশুমে আইলিগে রিয়েল কাশ্মীরের হয়ে খেলেছিলেন এই ফুটবলার।তার পারফরম্যান্সের ভিত্তি’তে তাকে দলে নিয়েছে রাজস্থান।

মনিপুরের এই ফুটবলার তার ফুটবল জার্নি শুরু করেছিলেন ডিএসকে শিবাজীয়ান্সে।২০১৭ তে চার্চিল ব্রাদার্স এই মিডফিল্ডার’কে দলে নেয়।এই গোয়ার ক্লাবে কিছু মাস খেলার পর সিং কলকাতায় আসেন।২০১৭-১৮ মরশুমের প্রাক্কালে সিং মোহনবাগানে যোগ দেন।এরপর যোগ দেন রিয়াল কাশ্মীরে।

Advertisements

২০১৯ সালে মুম্ব’ই সিটি এফসির হয়ে আইএসএলে অভিষেক হয় তার।এরপর ইস্টবেঙ্গল তাকে দলে নিলে কোচ রবি ফাউলার তাকে রাইট উইংব‍্যাক পজিশনে খেলান।যদিও পরবর্তী সময়ে তাকে দলে রাখেনি লাল হলুদ ব্রিগেড।২০২১-২২ মরশুমে রিয়াল কাশ্মীরের হয়ে ৮ টা ম‍্যাচ খেলেন,করেন দুটি গোল।এরপর রাজস্থান ইউনাইটেড তাকে দলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করে।