CFL: দাদাকে দেখে মাঠে আসা, খিদিরপুরের হয়ে খেতাব জয় করাই লক্ষ্য সুরজিৎ-এর

গতবারের কলকাতা ফুটবল লিগে (CFL) চ্যাম্পিয়শিপে দৌড়ে ঢুকে পড়েছিল খিদিরপুর (Kidderpore Sporting Club)। এবারেও সুপার সিক্সের দৌড়ে থাকতে চাইছে ক্লাব। সিনিয়র-জুনিয়র কম্বিনেশনে দল গড়েছেন কর্তারা।…

Surajit Seal Kidderpore Sporting Club CFL

গতবারের কলকাতা ফুটবল লিগে (CFL) চ্যাম্পিয়শিপে দৌড়ে ঢুকে পড়েছিল খিদিরপুর (Kidderpore Sporting Club)। এবারেও সুপার সিক্সের দৌড়ে থাকতে চাইছে ক্লাব। সিনিয়র-জুনিয়র কম্বিনেশনে দল গড়েছেন কর্তারা। স্কোয়াডের সিনিয়র ফুটবলারদের মধ্যে অন্যতম সুরজিৎ শীল।

Pritam Kotal: দল বদল করার পথে প্রীতম কোটাল?

   

দাদা বিশ্বজিৎ শীলকে দেখে ফুটবল মাঠে এসেছিলেন সুরজিৎ। বিশ্বজিৎ ইস্টার্ন রেলের হয়ে খেলেছেন কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশন। দাদার দেখানো পথেই নিজের কেরিয়ার গড়ছেন সুরজিৎ। এখন কলকাতা ময়দানের অন্যতম প্রতিষ্ঠিত ফুটবলার সুরজিৎ শীল। একাধিক ক্লাবের ক্লাবের হয়ে খেলেছেন। গতবারের আই লিগে খেলেছিলেন নেরোকা এফসির হয়ে। আপাতত তাঁর ফোকাসে শুধুই কলকাতা ফুটবল লিগ। দলকে সাফল্য এনে দিতে চাইছেন সুরজিৎ।

তাঁর কথায়, “গতবার ক্লাবের পারফরম্যান্স ভাল ছিল। এবারেও দল খুব ভাল হয়েছে। সিনিয়র, জুনিয়র ফুটবলারদের মিশেলে স্কোয়াড তৈরি করা হয়েছে। প্র্যাকটিস ম্যাচগুলোতে আমরা জিতেছি। আশা করছি সামনের কলকাতা ফুটবল লিগে খেতাব জয়ের লড়াইয়ে ক্লাব থাকবে।”

কলকাতা ফুটবল লিগ শুরু হওয়ার অনেক আগে থেকে অনুশীলন শুরু করে দিয়েছিল খিদিরপুর। বেশ কয়েকটি অনুশীলন ম্যাচ-ও ইতিমধ্যে খেলেছে ক্লাব। সবথেকে ভাল বিষয়, সবকটি প্রস্তুতি ম্যাচেই দল জিতেছে। অনুশীলনী, পুলিশ, সিটি অ্যাথেলেটিক ক্লাব, এ.এফ.এ, সাবার্বান ক্লাব-এর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে জিতেছে খিদিরপুর। একটি গোল করেছেন সুরজিৎ।

ফের ধাক্কা খেতে পারেন East Bengal সমর্থকরা

অতীতে কালীঘাট মিলন সংঘ, জর্জ টেলিগ্রাফ, বিএসএস স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন সুরজিৎ শীল। বড় ক্লাবের বিরুদ্ধে পারফরম্যান্স ভাল। প্রস্তুতি ম্যাচেও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। বেলঘড়িয়ার সুরজিৎ বলেছেন, “বিএসএস-এর হয়ে ইস্টবেঙ্গল ম্যাচটা আমার এখনও মনে আছে। আমরা ড্র করেছিলাম। ইস্টবেঙ্গলের মতো ক্লাবের বিরুদ্ধে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া সহজ নয়। ম্যাচের পর সবাই হাততালি দিয়েছিলেন। বলেছিলেন ৩ নম্বর জার্সি প্লেয়ারটা ভাল খেলেছে। এবারেও ভাল পারফরম্যান্স করার লক্ষ্য নিয়েই খিদিরপুরে সাইন করেছি।”