HomeSports NewsISL অচলাবস্থা কাটাতে ফেডারেশনকে বড় নির্দেশে সুপ্রিম কোর্টের

ISL অচলাবস্থা কাটাতে ফেডারেশনকে বড় নির্দেশে সুপ্রিম কোর্টের

- Advertisement -

ভারতীয় ফুটবলের (Indian Football) দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে সুপ্রিম কোর্ট (Supreme Court) দিল এক ঐতিহাসিক রায়। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (AIFF) গ্লোবাল টেন্ডার ডাকতে (Invite Tenders) সবুজ সংকেত দিল দেশের শীর্ষ আদালত। মঙ্গলবার এই রায়ের মাধ্যমে দেশের অন্যতম জনপ্রিয় লিগের (ISL) ভবিষ্যৎ নির্ধারণে এক নতুন দিশা খুলে গেল।

CAB জীবনকৃতি সম্মান পেয়ে আবেগঘন শ্যামা সাউ, দিলেন বিশ্বকাপ নিয়ে বড় বার্তা

   

শীর্ষ আদালতের রায় অনুযায়ী, ভারতীয় ফুটবলের মার্কেটিং রাইটস নিয়ে গ্লোবাল টেন্ডার ডাকতে পারবে ফেডারেশন। তবে পুরো প্রক্রিয়ার উপর নজরদারির দায়িত্বে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এল. নাগেশ্বর রাও। তিনি চাইলে আরও দুই পেশাদার সহকারী নিযুক্ত করতে পারবেন এই কাজে।

সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, গ্লোবাল টেন্ডার ডাকার ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং যে সংস্থা শেষ পর্যন্ত এই টেন্ডার পাবে, সেটির ওপর চূড়ান্ত অনুমোদন দেবেন বিচারপতি নাগেশ্বর রাও ও তাঁর কমিটি। ফেডারেশন কোনও একতরফা সিদ্ধান্ত নিতে পারবে না। সমস্ত প্রস্তাব এবং সিদ্ধান্ত নিতে হবে কমিটির অনুমতির সাপেক্ষে।

প্যারিসের পরবর্তী গন্তব্য নয়াদিল্লি! বিশ্ব ব্যাডমিন্টনের আসর কবে বসছে ভারতে?

এর আগে AIFF এবং আইএসএলের বর্তমান পরিচালনকারী সংস্থা এফএসডিএলের (FSDL) মধ্যে একাধিক দফায় বৈঠক হয়েছে। যদিও চুক্তি শেষের দিকে চলে আসায়, FSDL জানিয়েছিল তারা আর লিগ পরিচালনার দায়িত্ব নিতে চায় না। তবে একসঙ্গে কাজ করার আশ্বাস দিয়েছে দুই পক্ষই।

তবে এদিনের রায়ে ফেডারেশনের নির্বাচন বা নতুন সংবিধান নিয়ে সুপ্রিম কোর্ট কোনও মত দেয়নি। বিচারপতি পি এস নরসিমা এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই বিষয়গুলি এখনও বিচারাধীন এবং পরবর্তী শুনানিতে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। নতুন স্পোর্টস বিল পাশ না হওয়া পর্যন্ত ফেডারেশন নির্বাচনের পথে হাঁটতে পারবে না। আর তার আগে সংবিধান সংস্কারও অসম্পূর্ণ। এর ফলে কল্যাণ চৌবের নেতৃত্বাধীন বর্তমান কমিটিই আপাতত কাজ চালিয়ে যাবে।

এশিয়া কাপের আগে আচমকা অবসর ঘোষণা করে চমকে দিলেন কোহলির সতীর্থ

গঠনতন্ত্রে পরিবর্তন এবং নতুন নির্বাচনের জন্য ৩০ অক্টোবরের সময়সীমা বেঁধে দিয়েছে ফিফা। এই সময়সীমার মধ্যে কাজ শেষ না হলে ভারতীয় ফুটবলের উপর আবারও ফিফার নিষেধাজ্ঞার খাঁড়া ঝুলে যেতে পারে। ফলে একদিকে নতুন মার্কেটিং পার্টনারের সন্ধান, অন্যদিকে সংবিধান ও নির্বাচনের চাপের মাঝে AIFF কার্যত সময়ের বিরুদ্ধে লড়ছে।

Supreme Court directs AIFF to invite tenders for smooth Indian Football 2025–26 season

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular