দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান (India vs Pakistan) মুখোমুখি হচ্ছে এশিয়া কাপে (Asia Cup 2025)। এই হাই-ভোল্টেজ ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে প্রতিদিন। তবে ম্যাচ বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে (Supreme Court) এক আবেদন দাখিল করেছিলেন চারজন আইনের শিক্ষার্থী। সেই আবেদন বৃহস্পতিবার খারিজ করে দিয়ে আদালত স্পষ্ট জানিয়ে দিল, “খেলা খেলার মতোই চলুক”।
সুপার সিক্সে চোটে-কার্ডে ধাক্কায় ইস্টবেঙ্গল! নেই একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলার
আবেদনকারীদের মধ্যে নেতৃত্বে ছিলেন উর্বশী জৈন নামে এক আইন শিক্ষার্থী। তাঁদের বক্তব্য ছিল, এপ্রিলে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলার প্রেক্ষাপটে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ আয়োজন জাতীয় মর্যাদা এবং জনসাধারণের আবেগের বিরুদ্ধে। ওই হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল, যার জেরে ভারতের একাংশে ক্ষোভ তৈরি হয় পাকিস্তানের বিরুদ্ধে। এর ফলে আন্তর্জাতিক ক্রীড়া আসরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্থগিত রাখার দাবিও ওঠে।
বিচারপতি জে কে মহেশ্বরী এবং বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের ডিভিশন বেঞ্চ জানায়, “এটা নিছকই একটি খেলা। এত তাড়াহুড়ো বা আবেগপ্রবণ হওয়ার কিছু নেই। এই রবিবার যদি খেলা হয়, আদালত তাতে কিছু করতে পারে না। খেলা হতে দিন।” আদালত স্পষ্ট করে দেয়, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের মতো বিষয় আদালতের বিচারাধীন নয় এবং এতে হস্তক্ষেপ করাও সংবিধান সম্মত নয়।
আগামী বছর পর্যন্ত এই বিদেশি ফুটবলারকে ধরে রাখল জামশেদপুর
পহেলগাঁও হামলার পর ভারতের ক্রীড়া মহলেও এই বিতর্ক দানা বাঁধে। লেজেন্ডস লিগে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের বিরুদ্ধে মাঠে নামতে অস্বীকৃতি জানান ইরফান পাঠান, হরভজন সিং-সহ বেশ কয়েকজন প্রাক্তন তারকা। কিন্তু, বর্তমান ক্রিকেট দলের পক্ষ থেকে বিসিসিআই জানিয়ে দেয়, এশিয়া কাপে তারা নির্ধারিত সূচি অনুযায়ী খেলবেই।
ভারত-পাক ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। রাজনৈতিক সম্পর্ক যতই শীতল থাকুক না কেন, ক্রিকেটের মাঠে এই দুই প্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে মুখিয়ে থাকেন কোটি ভক্ত। তবে এবারের আবহ কিছুটা ব্যতিক্রম। একদিকে পহেলগাঁওয়ের রক্তাক্ত স্মৃতি, অন্যদিকে সুপ্রিম কোর্টের ‘খেলা চালিয়ে যাওয়ার’ বার্তাদ্বন্দ্বে বিভক্ত জনমত।
সমাজের একাংশের দাবি, “হিংসা আর খেলাধুলো একসঙ্গে চলতে পারে না। পাকিস্তানের বিরুদ্ধে খেলা উচিত নয়।” আবার অন্য অংশ মনে করেন, “খেলাধুলা মানুষের মধ্যে বন্ধন গড়ে তোলে। ক্রীড়ার মাধ্যমে শান্তিপূর্ণ সম্পর্ক গড়া সম্ভব।”
Supreme Court Declines Urgent Plea to Cancel India vs Pakistan in Asia Cup 2025 Clash