HomeSports Newsসুপ্রিম কোর্টে ধাক্কা পদকজয়ী কুস্তিগীরের, এক সপ্তাহে আত্মসমর্পণের নির্দেশ

সুপ্রিম কোর্টে ধাক্কা পদকজয়ী কুস্তিগীরের, এক সপ্তাহে আত্মসমর্পণের নির্দেশ

- Advertisement -

জুনিয়র কুস্তিগীর সাগর ধনখড় হত্যা মামলায় (Murder Case) বড়সড় ধাক্কা খেলেন অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমার (Sushil Kumar)। বুধবার সুপ্রিম কোর্ট (Supreme Court) তাঁর জামিন খারিজ করে দিয়ে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিল। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর ডিভিশন বেঞ্চ দিল্লি হাইকোর্টের রায়কে উল্টে দিয়ে জানিয়ে দেয়, জামিনে থাকাকালীন সুশীল সাক্ষী প্রভাবিত করার চেষ্টা করেছেন। সেই কারণেই জামিন বাতিল করা হল।

২০২১ সালের ৪ মে দিল্লির ছত্রশাল স্টেডিয়ামের (Chhatrasal Stadium) পার্কিং লটে নৃশংসভাবে মারধরের শিকার হন প্রাক্তন জুনিয়র জাতীয় চ্যাম্পিয়ন কুস্তিগীর সাগর ধনখড়। গুরুতর আঘাতের কারণে মৃত্যু হয় তাঁর। ঘটনার সঙ্গে জড়িয়ে ছিল কুস্তিগীর সুশীল কুমার-সহ মোট ১৮ জন। অভিযোগ, সম্পত্তি বিবাদকে কেন্দ্র করেই সুশীল ও তাঁর অনুগামীরা সাগরের উপর চড়াও হন। পুলিশের চার্জশিট অনুযায়ী, এই ঘটনার মূল চক্রী ছিলেন সুশীল নিজেই।

   

ঘটনার পর প্রায় ১৮ দিন পলাতক ছিলেন সুশীল। এরপর দিল্লি পুলিশ তাঁকে গ্রেফতার করে এবং দীর্ঘ তিন বছর তিহার জেলে কাটান তিনি। ২০২৩ সালের জুলাই মাসে হাঁটুর অস্ত্রোপচারের জন্য অন্তর্বর্তী জামিন পান সাত দিনের জন্য। ২০২৪ সালের মার্চে দিল্লি হাইকোর্ট ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করে সুশীলকে। সেই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করেন সাগরের বাবা অশোক ধনখড়।

সুপ্রিম কোর্টে শুনানিতে নিহত কুস্তিগীরের পরিবারের আইনজীবী দাবি করেন, জামিনে মুক্তি পেয়ে সুশীল সাক্ষীদের হুমকি দিয়েছেন এবং মামলার প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছেন। আদালত সেই যুক্তি মেনে নিয়ে জামিন বাতিলের নির্দেশ দেয়। বিচারপতিরা বলেন, “আইন সবার জন্য সমান। এমনকি অলিম্পিক পদকজয়ীর জন্যও নয় কোনও ছাড়।”

জামিনে মুক্তি পেয়ে গত কয়েক মাসে ফের স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছিলেন সুশীল। তিনি নর্দান রেলওয়েতে সিনিয়র কমার্শিয়াল ম্যানেজারের পদে চাকরিতে যোগ দেন। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে ফের তাঁকে আত্মসমর্পণ করতে হবে। ফলে তাঁর ভবিষ্যৎ ফের অনিশ্চিত হয়ে পড়েছে।

একসময় ভারতের ক্রীড়া জগতের অন্যতম বড় নাম ছিলেন সুশীল কুমার। ২০০৮ বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ ও ২০১২ লন্ডন অলিম্পিকে রুপো জয় করে কুস্তিতে ভারতের ইতিহাসে নতুন অধ্যায় লিখেছিলেন তিনি। তবে সাগর হত্যা মামলায় তাঁর জড়িয়ে পড়া গোটা দেশকে হতবাক করে তোলে। বহু বছর ক্রীড়ামহলের প্রিয় মুখ থাকা সুশীল এখন আদালতের আসামি।

Supreme Court cancels wrestler Sushil Kumar bail in Chhatrasal Stadium murder case

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular