দশে সাত হার: সোশ্যাল মিডিয়ায় লাল-হলুদ কর্তাদের সমালোচনা সমর্থকদের

East Bengal News: ময়দানে ক্লাবের সমর্থকের উচ্ছ্বাস যেমনটা থাকে ঠিক তেমনি থাকে সমালোচনা প্রিয় দলের হারার পর দলের প্রতি ক্ষোভ বিক্ষোভ। এই ছবি ময়দানে আদিকাল থেকে বর্তমান। বর্তমানে মুঠোফোন থেকে সোশ্যাল মিডিয়ায় মানুষ দেখতে থাকে প্রিয় দল প্লেয়ারদের প্রতি সমর্থকদের আবেগ, উচ্ছ্বাস, উন্মাদনা, সমালোচনা, ক্ষোভ বিক্ষোভ।

Advertisements

আইএসএলে বরাবরের মতো এবারও খারাপ ভাবে অভিযান শুরু করেছে লাল হলুদ দল। প্রথম দশটি ম্যাচের মধ্যে সাতটিতেই হার হয়েছে ইস্টবেঙ্গলের। তাই এবার সমর্থকদের রোষের মুখে পড়তে হলো ইস্ট বেঙ্গল কর্তা দেবব্রত সরকারের ওপর। সোশ্যাল মিডিয়ায় কিছু সমর্থক তাকে উদ্দেশ্য করে লিখেছেন, “জেল খাটা সারদা চোর নীতু সরকার তোকে বলছি তুই এলিয়ান্দ্র কে তাড়াস না। ওর যা চেসিস আরেকবার সমর্থক বিক্ষোভ হলে একমাত্র ঐ তোর তুরুপের তাস হবে। ডিম তাড়ক, প্রশান্ত বুল দত্ত দিয়ে হবে না বুঝলি।”

Advertisements

এই প্রথমবার নয় এর আগেও অনেকবার ট্রোলড হতে হয়েছে ইস্টবেঙ্গলের এই কর্তাকে। ক্লাবের বাইরেও অনেকবার সমর্থকদের রসের মুখে পড়তে হয়েছে দেবব্রত সরকারকে। সব মিলিয়ে আইএসএলে খারাপ পারফরমেন্সের তাই কিন্তু চাপাচ্ছেন ক্লাব কর্তাদের ওপরই।