সেমিফাইনাল খেলতে অবশেষে গোয়া পৌঁছাল মুম্বাই ব্রিগেড

Mumbai City FC Withdraws from Durand Cup 2025 Amid ISL Uncertainty
Mumbai City FC Withdraws from Durand Cup 2025 Amid ISL Uncertainty

কিছু ঘন্টার অপেক্ষা। তারপরেই এবারের সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপের সেমিফাইনাল (Super Cup Semifinal)। শেষ চারের লড়াই থেকে মাত্র দুইটি দল সুযোগ করে নেবে ট্রফি নির্ধারণী ম্যাচে। কাজেই হাড্ডাহাড্ডি দুইটি ম্যাচের সাক্ষী থাকতে চলেছে গোটা দেশের ফুটবলপ্রেমীরা। একদিকে যখন বিকেল চারটে নাগাদ শক্তিশালী পাঞ্জাব এফসির বিপক্ষে খেলতে নামবে অস্কার ব্রুজোর ইস্টবেঙ্গল ক্লাব অন্যদিকে, কিছু ঘন্টার ব্যবধানে অর্থাৎ রাত আটটা নাগাদ দ্বিতীয় সেমিফাইনালে লড়াই করতে নামবে পেট্র ক্র্যাটকির শক্তিশালী মুম্বাই সিটি এফসি যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে এফসি গোয়া।

উল্লেখ্য, গত সিজনে খালিদ জামিলের জামশেদপুর এফসিকে কলিঙ্গের বুকে পরাজিত করে এই সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছিল গোয়া ব্রিগেড। যারফলে এবার আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার ছাড়পত্র পেয়েছিল ভারতের এই ফুটবল দল। তবে এএফসিতে হতাশাজনক পারফরম্যান্স থাকলেও নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে এই দেশীয় টুর্নামেন্টে নিজেদের সাফল্য ধরে রাখতে বদ্ধপরিকর বোরহা হেরেরা থেকে শুরু করে জাভিয়ের সিভেরিও টোরোরা। সেক্ষেত্রে এবার তাঁদের বাঁধা লালিয়ানজুয়ালা ছাংতেদের মুম্বাই।

   

সেজন্য, বেশ কিছুটা সময় আগেই গোয়ার উদ্দেশ্য রওনা দেওয়ার পরিকল্পনা থাকলেও বিমান সমস্যায় পড়তে হয়েছিল আইএসএল জয়ী এই দলকে। যারফলে অবশেষে বৃহস্পতিবার ভোর রাতে গোয়ায় অবতরণ করে গোটা দল। এবার সাময়িক বিশ্রাম নিয়েই রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে ফূর্বা লাচেনপার দল। এক্ষেত্রে ইকের গ্যারেক্সোনাদের পাশাপাশি জাভিয়ের সিভেরিও টোরোদের আটকে দেওয়াই এখন অন্যতম চ্যালেঞ্জ পেট্র ক্র্যাটকির ছেলেদের কাছে। উল্লেখ্য, গত ফুটবল মরসুমটা একেবারেই সুখকর ছিল না রনবীর কাপুরের এই দলের।

প্রথম থেকেই ধাক্কা খেতে হয়েছিল একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে। তবে পরবর্তীতে দল আইএসএলের সুপার সিক্সে স্থান করে নিলেও আর এগোনো সম্ভব হয়নি। সেই হতাশা ভুলে এবার ট্রফি জিততে মরিয়া মুম্বাই সিটি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন