সুপার কাপের গ্ৰুপ ‘সি’ তে মহামেডান, প্রতিপক্ষ কারা?

Mohammedan SC set to face Sribhumi FC in the CFL 2025 at Barrackpore Stadium

সায়ন সেনগুপ্ত, কলকাতা: হাতে অল্প কিছুদিন। তারপরেই গোয়ার বুকে শুরু হতে চলেছে সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপ (Super Cup 2025)। এখন সেদিকেই নজর রয়েছে দেশের সকল ফুটবলপ্রেমীদের। ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। গ্ৰুপ পর্ব। সেই অনুযায়ী এবার এই ফুটবল টুর্নামেন্টের গ্ৰুপ ‘সি’তে স্থান করে নিয়েছে কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব। সব ঠিকঠাক থাকলে আগামী ৩০শে অক্টোবর গোয়ার জওহরলাল নেহরু ফতোরদা স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে নামবে সাদা-কালো ব্রিগেড।

Advertisements

গত ডুরান্ড কাপের ব্যর্থতা ভুলে এবার এই সুপার কাপে ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর দল। এক্ষেত্রে তাঁদের সাথেই সমানভাবে একই গ্ৰুপে স্থান পেয়েছে যথাক্রমে দক্ষিণের শক্তিশালী ফুটবল ক্লাব তথা গোকুলাম কেরালা এফসি। আইএসএল জয়ী বেঙ্গালুরু এফসি এবং শক্তিশালী পাঞ্জাব এফসি। কাজেই লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সব ঠিকঠাক থাকলে আগামী মাসের ৩০ তারিখ বিকেল ৫টায় জেরার্ড জারাগোজার শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিপক্ষে খেলতে নামতে পারে ব্ল্যাক প্যান্থার্সরা।

যদিও সেটা এখনও স্পষ্ট নয়। সেইমতো এবার গোটা দলকে প্রস্তুত করতে চাইবেন মহামেডান স্পোর্টিং ক্লাবের বর্তমান কোচ মেহেরাজ্জুদিন ওয়াডু। বলাবাহুল্য, এবারের এই ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের প্রথম থেকেই যথেষ্ট প্রভাবশালী ফুটবল খেলতে দেখা গিয়েছিল রেড রোডের এই ফুটবল ক্লাবকে। প্রথম ম্যাচে পড়শী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি। ম্যাচের অন্তিম লগ্নে গোল হজম করে শেষ করেছিল মহামেডান। তারপর দ্বিতীয় ম্যাচে ও দেখা গিয়েছিল একই পরিস্থিতি।

Advertisements

সেই ধাক্কা কাটিয়ে এবার নিজেদের প্রমাণ করার লক্ষ্য থাকবে দলের সকল ফুটবলারদের। তবে ধারে ও ভারে প্রতিপক্ষ দল গুলি কিছুটা এগিয়ে থাকলেও হার মানতে নারাজ সাদা-কালো ব্রিগেড।