Super Cup: এটিকে মোহনবাগান ম্যাচ নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী জামশেদপুর কোচ

Jamshedpur FC Coach Aidy Boothroyd

এবারের আইএসএলে পয়েন্ট টেবিলের নিরিখে তলানিতে থাকলেও সুপার কাপ (Super Cup) যথেষ্ট ভালো ভাবেই শুরু করেছে জামশেদপুর এফসি। প্রথম ম্যাচে এফসি গোয়ার মতো দলকে ৫ গোল দিয়েছে বুথরয়েডের (Jamshedpur FC head coach Aidy Boothroyd) ছেলেরা। এবার দ্বিতীয় ম্যাচ। আগামী কাল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ খেলার জন্য প্রীতম কোটালের এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) মুখোমুখি হবে জামশেদপুর।

যারা প্রথম ম্যাচে গোকুলাম কেরালা হারিয়ে এসেছে বড় ব্যবধানে। তাই কালকের ম্যাচ যে বেশকিছুটা কঠিন হতে চলেছে তা অনেক আগে থেকেই আন্দাজ করে নিয়েছিলেন ফেরেন্দো-বুথরয়েডরা। তাই আজ সেই প্রসঙ্গ নিয়ে কথা বলতে গিয়ে যথেষ্ট সাবধানী থাকেন জামশেদপুরের হেডস্যার।

   

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এটিকে মোহনবাগান যথেষ্ট কঠিন প্রতিপক্ষ। প্রথম ম্যাচ আমাদের মতো ওরাও যথেষ্ট ভালো ব্যবধানে জিতেছে। যারফলে দুই দলের ফুটবলারদের যথেষ্ট আত্মবিশ্বাস থাকবে। তাই কাল রাতের ম্যাচ যে যথেষ্ট রোমাঞ্চকর হতে চলেছে তা স্বীকার করলেন এইডি বুথরয়েড।

তবে পরিসংখ্যানের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, গতবারে দূর দলের মুখোমুখি লড়াই করার কথা। সেবার অমীমাংসিত ছিল ম্যাচের ফলাফল। সেইসাথে তিনি বলেন, এবারের আইএসএল মরশুম যথেষ্ট ভালো গিয়েছে এটিকে মোহনবাগান দলের তবে আমাদের মধ্যেকার ম্যাচে খুব একটা তফাৎ লক্ষ্য করা যায়নি।

এছাড়াও ক্লিনশিটের ব্যাপারে, জামশেদপুর ব্রিগেডের হেডস্যার বলেন, গতবার ওদের সাথে খেলতে গিয়ে আমরা ক্লিনশিট রাখতে সক্ষম হয়েছিলাম। এবারের এই সুপার কাপে ও আমাদের দল যথেষ্ট ছন্দে রয়েছে। তবে আমাদের নিজেদের কে ম্যাচে আরো বেশি করে মনোযোগ দিতে হবে। তাহলেই ভালো পারফরম্যান্স দেওয়া সম্ভব হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন