সপ্তাহ কয়েক পরেই শুরু হবে সুপার কাপ (Super Cup 2025 )। যার অপেক্ষায় রয়েছে আপামর ফুটবলপ্রেমীদের। গত কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে এই টুর্নামেন্টের গ্ৰুপ বিন্যাস। সেই অনুযায়ী গ্ৰুপ ‘এ’তে স্থান পেয়েছে কলকাতা ময়দানে দুই প্রধান। তথা ইস্টবেঙ্গলে ফুটবল ক্লাব এবং মোহনবাগান সুপার জায়ান্ট। এছাড়াও বাকি দুইটি দলের মধ্যে রয়েছে অভিষেক বচ্চনের চেন্নাইয়িন এফসি ও আইলিগের শক্তিশালী ফুটবল ক্লাব রিয়াল কাশ্মীর এফসি। অর্থাৎ গত ডুরান্ড কাপের পর এবার সুপার কাপের (Super Cup 2025 ) গ্রুপ পর্বে ও এবার হাইভোল্টেজ ডার্বি ম্যাচের সাক্ষী থাকতে চলেছে বাংলার ফুটবলপ্রেমীরা।
ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে ম্যাচ গুলির ভেন্যু। এসবের মাঝেই এবার বিদেশি ফুটবলারদের খেলানোর নিয়মে দেখা গেল বড়সড় বদল। পূর্ব নিয়ম অনুযায়ী দেশের এই সর্ববৃহৎ কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপের (Super Cup 2025 )প্রথম একাদশে মোট ৬ জন বিদেশি ফুটবলারদের খেলানোর কথা উল্লেখ ছিল। যারফলে কিছুটা হলেও বাড়তি সুবিধা পেত দল গুলি। কিন্তু এবারের এই সুপার কাপের (Super Cup 2025 ) গ্ৰুপ বিন্যাস প্রকাশ করার আগে বিশেষ আবেদন উঠে এসেছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টের তরফে। সেই অনুযায়ী টুর্নামেন্টের ম্যাচ গুলির ক্ষেত্রে প্রথম একাদশে বিদেশি সংখ্যা কমানোর আর্জি ছিল তাঁদের তরফে।
সেটাই এবার মেনে নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তথা এআইএফএফ। সেই অনুযায়ী এবার থেকে প্রথম একাদশে ৬ জন বিদেশি ফুটবলারের পরিবর্তে মোট ৪ জন বিদেশি ফুটবলারকে রাখতে পারবে অংশগ্রহণকারী ফুটবল দল গুলি। সেক্ষেত্রে কিছুটা হলেও বাড়তি অ্যাডভান্টেজ থাকবে ভারতীয় ফুটবলারদের। কিন্তু সেটা আদৌও কতটা কাজে লাগাতে পারেন ফুটবলাররা সেটাই দেখার। উল্লেখ্য, গত মরসুমে খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসিকে পরাজিত করে এই খেতাব জয় করেছিল এফসি গোয়া।
সেই ধারা বজায় রাখার লক্ষ্য থাকবে তাঁদের। অন্যদিকে, নিজেদের হারানো ছন্দ ফেরাবার পাশাপাশি সুপার পাক জিততে অংশ আউট ঝাঁপাতে চাইবে কলকাতার দুই প্রধান।