হাতে মাত্র কয়েকটা সপ্তাহ। তারপরেই আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপ (Super Cup 2025)। দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএল নিয়ে এখনও পর্যন্ত অনিশ্চয়তা বজায় থাকলেও সুপার কাপ আয়োজনের কথা বেশ কিছু আগেই স্পষ্ট করে দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তথা এআইএফএফ। সেই নিয়ে এখন থেকেই কার্যত সক্রিয়তা দেখাতে শুরু করে দিয়েছে ফুটবল ক্লাব গুলি। গত বছর খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসিকে পরাজিত করে এই খেতাব সুনিশ্চিত করেছিল মানোলো মার্কুয়েজের এফসি গোয়া।
Also Read | Asia Cup 2025: ওমানের বিপক্ষে পাকিস্তানের বোলারদের দাপট
এআইএফএফ-এর খসড়া: ২৫ অক্টোবর থেকে শুরু, দুই গ্রাউন্ডে ম্যাচ
সেই সুবাদে এবার এএফসির মঞ্চে প্রতিনিধিত্ব করার সুযোগ এসেছে তাঁদের কাছে। যারফলে গত আইএসএলের শিল্ড জয়ী দল তথা মোহনবাগান সুপার জায়ান্টের পাশাপাশি এবার এসিএলে খেলতে চলেছে বোরহা হেরেরার দল। আন্তর্জাতিক টুর্নামেন্টের ছাড়পত্র পাওয়ার তাগিদে প্রথম ডিভিশন লিগের পাশাপাশি এই টুর্নামেন্টেকে ঘিরে ব্যাপক উন্মাদনা থাকে দল গুলির। দিনক্ষণ চূড়ান্ত হবার পর এবার সুপার কাপের সম্প্রচার মাধ্যম সুনিশ্চিত করার উদ্দেশ্যে বৈঠকে বসেছিল ভারতীয় ফুটবল সংস্থার পাশাপাশি এফএসডিএল। আগামী কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে এই বিষয়টি।
Also Read | NorthEast United FC থেকে লোনে ক্যালিকটে যোগদান করলেন এই মিডফিল্ডার
মুম্বাই সিটি, চেন্নাইয়িনের অনিশ্চয়তা: আর্থিক ও সম্প্রচারের দাবি
কিন্তু এবারের এই টুর্নামেন্টে অংশগ্রহণকে কেন্দ্র করে এখনও পর্যন্ত ধোঁয়াশায় রয়েছে দেশের অন্যতম চার শক্তিশালী ফুটবল ক্লাব। যাদের মধ্যে রয়েছে পেট্র ক্র্যাটকির শক্তিশালী মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে কেরালা ব্লাস্টার্স, চেন্নাইয়িন এফসি এবং সার্জিও লোবেরার ওডিশা এফসি। যার মধ্যে এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয় নিয়ে বিশেষ শর্তসাপেক্ষে সম্মতি প্রদান করেছে দুই ফুটবল ক্লাব। যাদের মধ্যে রয়েছে কেরালা ব্লাস্টার্স এবং জগন্নাথের রাজ্যের দল ওডিশা এফসি। আসলে সম্পূর্ণ পরিকাঠামোর পাশাপাশি আর্থিক পরিস্থিতি ও সম্প্রচার সংক্রান্ত বিষয় গুলির স্পষ্ট রূপরেখা চেয়ে পাঠানো হয়েছে তাঁদের তরফে।
কেরালা ও ওডিশা সম্মতি দিয়েছে: শর্তসাপেক্ষে অংশ নেবে টুর্নামেন্টে
এসবের মাঝেই আসন্ন সুপার কাপের খসড়া পেশ করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সেই অনুযায়ী দুইটি বিভাগে বেছে নেওয়া হয়েছে ফুটবল মাঠ গুলিকে। যার মধ্যে গ্ৰাউন্ড ‘এ’ হিসেবে রয়েছে জেএলএন, ফতোরদা এবং মার্মাগাও। গ্ৰাউন্ড ‘বি’ এর মধ্যে রয়েছে ব্যাম্বোলিম এবং তিলক ময়দান। এই খসড়া অনুযায়ী একেকদিনে থাকতে চলেছে প্রায় দুইটি করে ম্যাচ। অর্থাৎ আগামী ২৫শে অক্টোবর টুর্নামেন্টে প্রথম দিনেই মুখোমুখি হবে চারটি দল। তারপর থেকেই প্রত্যেকদিন থাকছে সুপার কাপের খেলা। আগামী ৬ নভেম্বর পর্যন্ত এভাবেই এগোতে পারে টুর্নামেন্ট। খুব শীঘ্রই স্পষ্ট হয়ে যাবে সমস্ত বিষয়টি।