সায়ন সেনগুপ্ত, কলকাতা: ২৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে সুপার কাপ। ডুরান্ড কাপের পর এখন এই টুর্নামেন্টের দিকে বিশেষ নজর রয়েছে সকলের। নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে এবার ওই সর্বভারতীয় কাপ প্রতিযোগিতায় নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য থাকবে দেশের প্রত্যেকটি ফুটবল ক্লাবের। বিশেষ করে এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে ও অনুষ্ঠিত হতে চলেছে হাইভোল্টেজ ডার্বি ম্যাচ। যেখানে মুখোমুখি হবে কলকাতা ময়দানের দুই শক্তিশালী প্রধান। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। এই ম্যাচের দিকে তাকিয়ে থাকবে আপামর ফুটবলপ্রেমী জনতা। এবারের এই সুপার কাপে গ্ৰুপ ‘এ’তে স্থান পেয়েছে এই দুই শক্তিশালী দল। এছাড়াও রয়েছে অভিষেক বচ্চনের চেন্নাইয়িন এফসি এবং রিয়াল কাশ্মীর দল।
সূচি অনুযায়ী আগামী ২৫শে অক্টোবর অর্থাৎ টুর্নামেন্টের প্রথম দিনে রিয়াল কাশ্মীর দলের বিপক্ষে খেলতে নেমে অভিযান শুরু করছে অস্কার ব্রুজোর ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। সেই একই দিনেই চেন্নাইয়িন এফসি ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে সবুজ-মেরুন ব্রিগেড। তারপর দিন দুয়েক বিশ্রামের পর আগামী ২৮শে অক্টোবর চেন্নাইয়িন এফসির বিপক্ষে খেলতে নামবে লাল-হলুদ ব্রিগেড। এছাড়াও সেইদিন টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে হোসে মোলিনার ছেলেরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ আইলিগের শক্তিশালী দল রিয়াল কাশ্মীর এফসি। তারপর ৩১ শে অক্টোবর সেই বহু প্রতীক্ষিত ম্যাচ। যেখানে মুখোমুখি হবে দুই জুজুধান পক্ষ।
অন্যদিকে, এবারের সুপার কাপের গ্ৰুপ ‘সি’তে স্থান পেয়েছে কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব। তাঁদের সাথে একই গ্রুপে রয়েছে দক্ষিণের শক্তিশালী ফুটবল ক্লাব তথা গোকুলাম কেরালা এফসি, বেঙ্গালুরু এফসি এবং পাঞ্জাব এফসি। বলতে গেলে যথেষ্ট কঠিন হতে চলেছে এই গ্ৰুপ পর্বের লড়াই। এবারের সূচি অনুযায়ী আগামী ৩০শে অক্টোবর থেকে অভিযান শুরু করবে সাদা-কালো ব্রিগেড। যেখানে প্রথম ম্যাচেই তাঁদের লড়াই করতে হবে আইএসএল জয়ী দল বেঙ্গালুরু এফসির সঙ্গে। তারপর আগামী ২রা নভেম্বর পাঞ্জাব এফসির বিপক্ষে খেলতে নামবে মেহেরাজ্জুদিন ওয়াডুর ছেলেরা।
তারপর আগামী ৫ই নভেম্বর শক্তিশালী গোকুলাম কেরালা এফসির বিপক্ষে গ্ৰুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে ব্ল্যাক প্যান্থার্সরা। ডুরান্ডের হতাশা কাটিয়ে আদৌও নিজেদের কতটা মেলে ধরতে পারে সেদিকেই নজর থাকবে প্রত্যেকের।
❓ FAQs
Q1. Super Cup 2025 কবে শুরু হবে?
👉 ২৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে সুপার কাপ।
Q2. ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ কবে?
👉 ২৫ অক্টোবর রিয়াল কাশ্মীর এফসির বিপক্ষে।
Q3. মোহনবাগান প্রথম ম্যাচ কার সঙ্গে খেলবে?
👉 ২৫ অক্টোবর চেন্নাইয়িন এফসির বিপক্ষে।
Q4. ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বি কবে?
👉 ৩১ অক্টোবর গ্রুপ ‘এ’-তে মুখোমুখি হবে দুই প্রধান।
Q5. মহামেডান স্পোর্টিংয়ের প্রথম ম্যাচ কবে?
👉 ৩০ অক্টোবর বেঙ্গালুরু এফসির বিপক্ষে।
Q6. গ্রুপ ‘সি’-তে মহামেডানের প্রতিপক্ষ কারা?
👉 বেঙ্গালুরু এফসি, পাঞ্জাব এফসি ও গোকুলাম কেরালা এফসি।
🔑 Super Cup 2025 schedule, Kolkata Derby Super Cup 2025, Mohun Bagan East Bengal fixtures, Mohammedan Sporting matches

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
