কিছু দিনের অপেক্ষা। তারপরেই শুরু হবে দেশের সর্ববৃহৎ কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপ। গত কয়েকমাস আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল সেই বিষয়টি। কোথায় এই টুর্নামেন্ট আয়োজিত হবে সেই নিয়ে একটা সময় ব্যাপক ধোঁয়াশা থাকলেও শেষ পর্যন্ত গোয়াকেই চূড়ান্ত করা হয়। দিনকয়েক আগেই সামনে এসেছে টুর্নামেন্টের গ্রুপ বিন্যাস। সেই অনুযায়ী গ্ৰুপ ‘এ’তে স্থান পেয়েছে কলকাতা ময়দানে দুই প্রধান। তথা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। এছাড়াও বাকি দুইটি দলের মধ্যে রয়েছে অভিষেক বচ্চনের চেন্নাইয়িন এফসি এবং আইলিগের শক্তিশালী ফুটবল ক্লাব রিয়াল কাশ্মীর এফসি।
যারফলে গত ডুরান্ড কাপের পর এবার সুপার কাপের গ্রুপ পর্বেই হাইভোল্টেজ ডার্বি ম্যাচের সাক্ষী থাকতে চলেছে ফুটবলপ্রেমীরা। আগামী ৩১শে অক্টোবর মুখোমুখি হতে চলেছে কলকাতা ময়দানের এই দুই শক্তিশালী দল। কিন্তু কোথায় হতে চলেছে এই হাইভোল্টেজ ম্যাচ? সেই নিয়ে প্রথমদিকে ধোঁয়াশা অবশেষে চূড়ান্ত হয়ে গিয়েছে ভেন্যু। সেই অনুযায়ী জওহরলাল নেহরু ফতোরদা স্টেডিয়ামে হতে চলেছে এই ম্যাচ। এছাড়াও আগামী ২৫শে অক্টোবর জেএমসি ব্যাম্বোলি স্টেডিয়ামে আইলিগের শক্তিশালী দল রিয়াল কাশ্মীরের বিপক্ষে খেলবে ইস্টবেঙ্গল।

তারপর ২৮শে অক্টোবর সেই একই স্টেডিয়ামে খেলবে মশাল ব্রিগেড। অন্যদিকে, ২৫শে অক্টোবর আইএসএল জয়ী চেন্নাইয়িন এফসির বিপক্ষে ফতোরদা স্টেডিয়ামে খেলতে নামবে হোসে মোলিনার মোহনবাগান। যেদিকে নজর থাকবে আপামর সবুজ-মেরুন সমর্থকদের।তারপর ফের ২৮ তারিখ একই মাঠে খেলতে হবে রিয়াল কাশ্মীরের সঙ্গে। তবে এই দুইটি ম্যাচের তুলনায় আসন্ন ডার্বি ম্যাচকে কেন্দ্র করে এখন থেকেই ব্যাপক উন্মাদনা দেখা দিয়েছে বাংলার ফুটবলপ্রেমীদের মধ্যে। একদিকে যেমন ডার্বি জয়ের ধারা বজায় রাখার লক্ষ্য থাকবে অস্কার ব্রুজোর ছেলেদের।
অন্যদিকে, ঠিক তেমন ভাবেই এই মরসুমে প্রথমবারের মতো ডার্বি জিততে মুখিয়ে দিমিত্রি পেত্রাতোসরা। পাশাপাশি সুপার কাপ জিতে আগামী সিজনের জন্য এএফসির স্তরে নিজেদের নিশ্চিত করতে চাইবে প্রত্যেকে।
❓ FAQs
Q1. সুপার কাপ ২০২৫ কোথায় আয়োজিত হচ্ছে?
👉 গোয়ায় অনুষ্ঠিত হবে এবারের সুপার কাপ।
Q2. ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ম্যাচ কোন ভেন্যুতে হবে?
👉 ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হবে জওহরলাল নেহরু ফতোরদা স্টেডিয়ামে।
Q3. ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ কবে এবং কোথায়?
👉 ২৫শে অক্টোবর রিয়াল কাশ্মীর এফসির বিপক্ষে ব্যাম্বোলি স্টেডিয়ামে।
Q4. মোহনবাগানের প্রথম ম্যাচ কবে এবং কোথায়?
👉 ২৫শে অক্টোবর চেন্নাইয়িন এফসির বিপক্ষে ফতোরদা স্টেডিয়ামে।
Q5. ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বি কবে?
👉 ৩১শে অক্টোবর, ফতোরদা স্টেডিয়ামে।
Q6. সুপার কাপ জিতলে কী সুযোগ মিলবে ক্লাবগুলোর?
👉 চ্যাম্পিয়ন দল আগামী সিজনের এএফসি প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করবে।
🔑 Super Cup 2025 East Bengal, Mohun Bagan vs East Bengal derby, Goa Fatorda Stadium matches, JMC Bambolim Stadium, Indian football cup tournament