এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) ঘিরে উত্তেজনা তুঙ্গে। ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে চলা টুর্নামেন্টে ভারত-পাক (India vs Pakistan) ম্যাচ নির্ধারিত রয়েছে ১৪ সেপ্টেম্বর। কিন্তু সাম্প্রতিক পেহেলগাঁওতে জঙ্গি হামলার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা ফের চরমে। এই প্রেক্ষাপটে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলা উচিত কি? সেই নিয়ে বিতর্ক শুরু হয়েছে সর্বস্তরে। তবে এই বিতর্কে যুক্তির ভিতে দাঁড়িয়ে সরব হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর (Sunil Gavaskar)।
সম্প্রতি ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাসকর বলেন, “সরকার যদি সিদ্ধান্ত নেয়, তাহলে খেলোয়াড়দের দোষারোপ করা অর্থহীন। কারণ, খেলোয়াড়েরা বোর্ডের (BCCI) অধীনে এবং বোর্ড সরকারের সিদ্ধান্ত অনুযায়ীই কাজ করে।” তিনি স্পষ্ট করে দেন, এশিয়া কাপে ভারতের অংশগ্রহণ হোক বা না হোক, সে সিদ্ধান্ত একান্তই সরকারের।
গাভাসকার আরও বলেন, “খেলোয়াড়রা এর মধ্যে অসহায়। তাদের বেছে নেওয়া হয়েছে খেলার জন্য। সরকার যদি বলে খেলতে হবে, তারা খেলবে। আর যদি সরকার বলে না খেলতে, তাহলে বিসিসিআই সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে।” অর্থাৎ ক্রিকেটীয় সিদ্ধান্ত নয়, এটা রাজনৈতিক ও কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার্য।
ভারত কি এশিয়া কাপ থেকে সরে দাঁড়াতে পারে? এহেন প্রশ্নের উত্তরে নিরপেক্ষ থাকেন প্রাক্তন ভারত অধিনায়ক। তিনি বলেন, “সরকার যা সিদ্ধান্ত নেবে, বিসিসিআই সেটাই অনুসরণ করবে।
রাজনৈতিক বিতর্কের বাইরেও গাভাসকর নজর দিয়েছেন ভারতীয় দলের শক্তির দিকেও। তাঁর মতে, “এটা একটা দুর্দান্ত স্কোয়াড। ব্যাটিংয়ের ক্ষেত্রে ডান এবং বাঁ-হাতি ব্যাটারদের ভারসাম্য এবং বোলিং ইউনিটে বৈচিত্র। সবকিছু মিলিয়ে দারুণ একটা দল তৈরি হয়েছে।”
ভারতের প্রথম ম্যাচ নির্ধারিত ১০ সেপ্টেম্বর, সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে। এরপর ১৪ সেপ্টেম্বর সেই বহু প্রতীক্ষিত পাকিস্তান ম্যাচ। যদিও রাজনৈতিক প্রেক্ষাপটে এখনও এই ম্যাচ ঘিরে ধোঁয়াশা রয়ে গিয়েছে।
Sunil Gavaskar said BCCI and players will follow government’s decision on India vs Pakistan in Asia Cup 2025