এশিয়া কাপ ২০২৫ (Asia Cup News) ক্রমেই উত্তেজনার চূড়ায় পৌঁছচ্ছে। গ্রুপ পর্বের টানটান লড়াই শেষে শেষমেশ নির্ধারিত হয়েছে ‘সুপার ফোর’র (Super Four) চূড়ান্ত সূচি। এবারের টুর্নামেন্টে দুই গ্রুপ থেকে চারটি দল নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে পরবর্তী পর্বে পা রেখেছে। গ্রুপ এ থেকে ভারত (India) ও পাকিস্তান (Pakistan) এবং গ্রুপ বি থেকে শ্রীলঙ্কা (Sri Lanka) ও বাংলাদেশ (Bangladesh)।
সুপার ফোরে এই চারটি দল একে অপরের বিরুদ্ধে খেলবে রাউন্ড রবিন ফরম্যাটে। প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। সুপার ফোরের শেষে যে দুটি দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে, তারাই জায়গা করে নেবে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনাল ম্যাচে।
সুপার ফোর-এর সূচি অনুযায়ী, ২০ সেপ্টেম্বর প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এরপর ২১ সেপ্টেম্বর ক্রিকেটপ্রেমীরা দেখতে পাবেন বহুল প্রতীক্ষিত ভারত বনাম পাকিস্তান ম্যাচ। ক্রমে ২৩ সেপ্টেম্বর পাকিস্তান খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে, ২৪ সেপ্টেম্বর ভারত লড়বে বাংলাদেশের বিরুদ্ধে। ২৫ তারিখে পাকিস্তান ও বাংলাদেশ এবং সবশেষে ২৬ সেপ্টেম্বর ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচের মধ্য দিয়েই নির্ধারিত হবে ফাইনালের চূড়ান্ত দুই প্রতিদ্বন্দ্বী।
এরই মধ্যে এশিয়া কাপে কারা পৌঁছবে ফাইনালে, তা নিয়ে ক্রিকেট মহলে শুরু হয়েছে নানা জল্পনা। প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক এবং কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাসকর (Sunil Gavaskar) এই নিয়ে দিয়েছেন এক বড় ভবিষ্যদ্বাণী। সম্প্রতি ভারত বনাম ওমান ম্যাচের আগে এক ব্রডকাস্ট সংস্থার সঙ্গে কথোপকথনে গাভাসকর বলেন, “আমি মনে করি এবারের এশিয়া কাপের ফাইনাল হবে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। দুই দলই যথেষ্ট ভারসাম্যপূর্ণ এবং ফর্মে আছে।”
গাভাসকরের এমন মন্তব্যে ভারতীয় ক্রিকেট ভক্তদের মধ্যে উৎসাহের সঞ্চার হলেও অনেকেই বলছেন, পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স চোখে পড়ার মতো। অন্যদিকে, বাংলাদেশও সাম্প্রতিক বছরগুলিতে নিজেদের যথেষ্ট উন্নত দল হিসেবে তুলে ধরেছে। তাই সুপার ফোরে হাড্ডাহাড্ডি লড়াই হওয়া অবশ্যম্ভাবী।
বিশেষজ্ঞদের মতে, ভারতের ব্যাটিং লাইনআপ যথেষ্ট শক্তিশালী, আর বোলিং ইউনিটও ধারালো। অন্যদিকে, শ্রীলঙ্কা দলের স্পিন আক্রমণ এবং মিডল-অর্ডারের ব্যাটসম্যানরা ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। পাকিস্তানের পেস আক্রমণ যেমন ভয়ঙ্কর, তেমনই বাংলাদেশ দলের জেদ এবং একাগ্রতাও ফাইনালের দৌড়ে তাদের এগিয়ে রাখছে।
সব মিলিয়ে, ক্রিকেটপ্রেমীদের জন্য আগামী এক সপ্তাহ হতে চলেছে রুদ্ধশ্বাস উত্তেজনায় ভরা। ফাইনালে সত্যিই কি গাভাসকরের ভবিষ্যদ্বাণী সফল হবে? নাকি চমক দেখাবে পাকিস্তান কিংবা বাংলাদেশ? সব প্রশ্নের উত্তর মিলবে ২৬ সেপ্টেম্বরের পর, যখন নির্ধারিত হবে এবারের এশিয়া কাপ ২০২৫ দুই ফাইনালিস্ট।
Sunil Gavaskar wants India to plan ahead for Asia Cup final! 🏏
📸: ACC/X#oneturfnews #asiacup2025 #indvspak #teamindia #jaspritbumrah #cricket pic.twitter.com/Ja2SpA0I4j
— OneTurf News (@oneturf_news) September 20, 2025
Sunil Gavaskar prediction India vs Sri Lanka in Final of Asia Cup News