আউটের নিয়ম বদলের দাবি সানির

ক্রিকেটে রান আউটের নিয়ম বদলের দাবি কিংবদন্তি সুনীল গাভাস্করের (Sunil Gavaskar)। ফুটবলের মতো সাম্প্রতিক কালে ক্রিকেটে অনেক নিয়ম বদল হয়েছে। ওভারে দু’টি বাউন্সার থেকে রান…

Sunil Gavaskar Calls for Review of Run Out Rule

ক্রিকেটে রান আউটের নিয়ম বদলের দাবি কিংবদন্তি সুনীল গাভাস্করের (Sunil Gavaskar)। ফুটবলের মতো সাম্প্রতিক কালে ক্রিকেটে অনেক নিয়ম বদল হয়েছে। ওভারে দু’টি বাউন্সার থেকে রান আউটে ডিআরএস, বেশ কিছু বদল দেখা গিয়েছে। তার মধ্যেই একটি নিয়ম নিয়ে আপত্তি জানিয়েছেন সুনীল গাভাস্কর। তাঁর মতে, এই নিয়মটি নিয়ে আবার ভেবে দেখা উচিত ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি-র। রাহুল দ্রাবিড়, গ্রেম স্মিথের মতো ক্রিকেটারকে কমিটিতে নেওয়ার অনুরোধ করেছেন তিনি।

২০২২ সালে এমসিসি-র একটি নিয়মে বলা হয়েছে, কোনও ব্যাটার ক্যাচ আউট হওয়ার আগে প্রান্ত বদল করলেও তা গ্রাহ্য হবে না। নতুন যে ব্যাটার নামবেন তাঁকেই স্ট্রাইক নিতে হবে। এই নিয়মই বোধগম্য হচ্ছে না গাভাসকরের।

   

কটকে রোহিত শর্মা আউট হওয়ার পর ঘটনাটি ঘটে। নতুন ব্যাটার অক্ষর প্যাটেলকে স্ট্রাইক নিতে হয়। ধারাভাষ্য দেওয়ার সময় গাভাসকর বলেন, ‘এমসিসি আইন বদল করেছে, কারণ ওরাই সেটা করতে পারে। ওরা একটা ব্যক্তিগত ক্লাব যারা সব আন্তর্জাতিক ম্যাচের নিয়ম তৈরি করে। আমার মনে হয় ওদের কমিটিতে আন্তর্জাতিক অভিজ্ঞতা থাকা ক্রিকেটারদের নেওয়া দরকার। কয়েকজন প্রাক্তন অধিনায়ককে নেওয়া যেতে পারে। যেমন গ্রেম স্মিথ, দ্রাবিড় রয়েছে। রিকি পন্টিং রয়েছে হাতের কাছে। আইন কমিটিতে ওদের অবশ্যই জায়গা পাওয়া উচিত। যারা ক্রিকেট খেলেছে তারাই তো আইনের তাৎপর্যটা বুঝতে পারবে। জানি না এখন যারা রয়েছে তাদের আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা রয়েছে কি না।’

শুধু ক্রিকেটার নয়, আম্পায়ারদেরও কাজে লাগাতে বলেছেন সানি। তাঁর কথায়, ‘আম্পায়ারদেরও তো অভিজ্ঞতা রয়েছে। সাইমন টাফেল রয়েছে। কোনও আইন বদলাতে গেলে একটা কারণ তো লাগবে। ঠিক যেভাবে ওভারে একটা বা দুটো বাউন্সারের নিয়ম চালু হওয়ার পিছনে একটা কারণ রয়েছে। তবে ক্যাচ আউটের ক্ষেত্রে নন-স্ট্রাইকারের প্রান্ত বদলে কেন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেটা জানি না।’