কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার (Sunil Gavaskar) ফের খোঁচা দিলেন পঞ্জাব কিংসকে। কিছুদিন আগে সুনীল গাভাস্কর বলেছিলেন যে, প্রীতি জিন্টার পঞ্জাব কিংসে কখনও প্রতিভার সুবিচার হয়নি। এবার তিনি খোঁচা দিলেন ময়াঙ্ক আগরওয়াল অ্যান্ড কোংকে। কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার এবার বলছেন যে, পঞ্জাবে কোনও ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নেই! অর্থাৎ যে ক্রিকেটার ম্যাচে প্রভাব ফেলতে পারে। ময়াঙ্কদের ট্রফি জয় নিয়েও সন্দিহান ব্যাটিং মায়েস্ত্রো।
পঞ্জাব এবার ময়ঙ্ক-কে ১২ কোটি টাকা ও অর্শদীপ সিংকে ৪ কোটি টাকা রিটেন করেছিল। আইপিএল নিলামে সবচেয়ে বেশি টাকা ৭২ কোটি টাকা ছিল তাদের পার্সে। ফলে দুর্দান্ত সব ক্রিকেটারদের দলে নিয়েছে প্রীতির ফ্র্যাঞ্চাইজি। আগামী ২৭ মার্চ নবি মুম্বইতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে পঞ্জাব আইপিএল অভিযান শুরু করছে। বিগত ১৫ মরশুমে ২০০৮ ও ২০১৪ সালে মাত্র দু’বার প্লে-অফে গিয়েছিল পঞ্জাব। সপ্তম মরশুমে তারা রানার্স হয়।
“পঞ্জাব কিংস এমন একটা দল, যারা এখনও আইপিএল জেতেনি। এবার এই টিমে কোনও ইমপ্যাক্ট প্লেয়ার নেই। অন্যদিক থেকে ভাবলে এটা ওদের ক্ষেত্রে সুবিধার। কারণ যত কম প্রত্যাশা থাকবে, তত কম চাপও থাকবে। চাপ কম থাকলে ক্রিকেটারদের খেলার প্রতি দৃষ্টিভঙ্গি অনেক উন্মুক্ত থাকবে। এই প্রেক্ষিতে মনে হয়, পঞ্জাব অনেককে চমকে দিতে পারে! তবে যদি ট্রফি জয়ের কথা বলা হয়, তাহলে বলব আমার রীতিমতো সন্দেহ আছে। এটা টি-২০ ফরম্যাট। ধারাবাহিক ভাবে জেতার রাস্তায় থাকতে হবে।”-এক স্পোর্টস ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে গাভাস্কার এমনটাই জানিয়েছেন।