সুনীলের গোলে বাংলাদেশকে পরাজিত করল ভারত

গত কয়েকদিন আগে এশিয়া কাপে বাংলাদেশ ক্রিকেট দলের কাছে পরাজিত হতে হয়েছিল রোহিতদের। যা নিয়ে প্রবল হতাশা দেখা দিয়েছিল সকলের মধ্যে। এবার সেই হারের বদলা…

Sunil Chhetri

গত কয়েকদিন আগে এশিয়া কাপে বাংলাদেশ ক্রিকেট দলের কাছে পরাজিত হতে হয়েছিল রোহিতদের। যা নিয়ে প্রবল হতাশা দেখা দিয়েছিল সকলের মধ্যে। এবার সেই হারের বদলা ফুটবলে নিল ব্লু টাইগার্সরা। গত কয়েকদিন আগেই এশিয়ান গেমসে চীনের কাছে ৫-১ গোলে পরাজিত হতে হয়েছিল ইগর স্টিমাচের ছেলেদের। তবে এবার ঘুরে দাঁড়াল সুনীলরা (Sunil Chhetri)। নির্ধারিত সময়ের শেষে ১-০ গোলে ম্যাচ জিতে নিল ভারত। আজকের এই জয়ের ফলে এবারের এই টুর্নামেন্টে নিজেদের পুরোনো ছন্দে ফিরল ব্লু টাইগার্সরা।

short-samachar

   

উল্লেখ্য, আজ ম্যাচের সময় এগোনোর সাথে সাথেই আক্রমনের তেজ বাড়াতে শুরু করে ভারতীয় দল। ম্যাচের প্রায় ১২ মিনিটের মাথায় গোলের সহজ সুযোগ এসে গেলেও তা কাজে লাগাতে ব্যর্থ থাকেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী। তারপর থেকে টানা প্রতি আক্রমণ শানাতে থাকে বাংলাদেশ দলের ফুটবলাররা। তারপর ২৯ মিনিটের মাথায় প্রতিপক্ষের ডিফেন্সে ঝড় তুলে জোড়ালো আক্রমণ শানান ভারতীয় তারকা সন্দেশ ঝিঙ্গান। তবে খুব একটা কাজে দেয়নি সেটি। তারপর মাঝে একবার ভারতের তরফ থেকে পেনাল্টির দাবি করা হলেও তা মানতে নারাজ থাকেন রেফারি। যারফলে, প্রথমার্ধের শেষে গোলশূন্য থাকে ম্যাচের ফলাফল।

তবে দ্বিতীয়ার্ধ থেকে পাল্টা চাপ বাড়াতে থাকে বাংলাদেশ দলের ফুটবলাররা। যারফলে, কিছুটা হলেও ছন্নছাড়া ফুটবল খেলতে শুরু করে ইগর স্টিমাচের ছেলেরা। তবে ম্যাচের ৮৫মিনিটে রহমতের করা ফাউল থেকে পেনাল্টি আদায় করে নেয় ভারত। সেখান থেকে গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে দেন সুনীল ছেত্রী। তারপর আরও একাধিকবার গোলের সুযোগ আসলেও তা হাতছাড়া করেন নরেন্দ্র গেহলটরা। তাই নির্ধারিত সময়ের শেষে ওই ব্যবধান বজায় রেখেই জয় সুনিশ্চিত করে ছেত্রীরা।