বহু জল্পনা ও কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত গত কয়েকদিন আগেই এশিয়ান গেমসে খেলার ছাড়পত্র উঠে এসেছে ব্লু টাইগার্সদের কাছে। যা দেখে খুশি দেশের আপামর ফুটবলপ্রেমী মানুষ। সেইমতো নিজেদের পরিকল্পনা সেরে নিচ্ছেন জাতীয় দলের কোচ ইগর স্টিমাচ। তবে এই ফুটবল টুর্নামেন্টের আগে থাইল্যান্ডে কিংস কাপ খেলবে ভারতীয় ফুটবল দল।
তবে গত কয়েকদিন আগেই সেই টুর্নামেন্টে অংশ নেওয়ার থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। কিন্তু কেন? আসলে এই সময়ে সন্তানের জন্ম দেবেন সোনম। সেইজন্য, নিজের স্ত্রীর পাশে থাকতে চেয়েই ছুটির আবেদন করেছিলেন সুনীল ছেত্রী। পরবর্তীতে তা মঞ্জুর ও করে দেওয়া হয়।
উল্লেখ্য, এই চলতি বছরে ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর নেতৃত্বে মোট তিনটি ট্রফি জিতেছে ভারতীয় ফুটবল দল। যারমধ্যে রয়েছে, ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট থেকে শুরু করে ইন্টারকন্টিনেন্টাল কাপ ও সাফ চ্যাম্পিয়নশিপের মতো টুর্নামেন্ট। প্রত্যেকটি ক্ষেত্রেই গোল পেয়েছেন এই তারকা ফুটবলার। তবে আসন্ন কিংস কাপে অংশ নিতে নারাজ ছিলেন শুরু থেকেই। তাই একাধিকবার তিনি বলেছিলেন, কোচকে আমি অনুরোধ করব কিংস কাপের স্কোয়াডে আমাকে না রাখতে। তার আবেদনে যথাযথ সম্মান ও দেওয়া হয়েছে। তবে পরবর্তীতে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, যে তাহলে কি এশিয়ান গেমসে ও থাকবেন না ছেত্রী।
তবে সেই সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে। যতদূর শোনা গিয়েছে, আসন্ন এশিয়ান কাপে তার নেতৃত্বেই মাঠে নামবে ভারতীয় ফুটবল দল। পাশাপাশি গুরপ্রীত সিং সান্ধু ও ডিফেন্ডার হিসেবে সন্দেশ ঝিঙ্গানকে ও রাখা হতে পারে ভারতীয় দলে। তবে তার আগে কিংস কাপকেই বাড়তি ফোকাসে রেখে এগোতে চাইছেন ভারতীয় দলের হেড কোচ।