হিরো ইন্ডিয়ান সুপার লিগে (ISL) প্রত্যেক বছর কোনও না কোনো বিতর্ক থেকেই যায়। ম্যাচ নিয়ে হোক কিংবা রেফারির সিদ্ধান্ত। প্রত্যেকবার অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় কোনও একটি দলকে। এবার ও সেই এক পরিস্থিতি। তবে এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে বেঙ্গালুরু এফসি বনাম কেরালা ব্লাস্টার্সের ম্যাচ (Bengaluru FC vs Kerala Blasters match)। যা নিয়ে প্রথম থেকেই উন্মাদনা চরমে ছিল সকলের মধ্যে।
তবে খেলার শুরুর দিকে সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও ম্যাচের দ্বিতীয়ার্ধ থেকেই যেন বিতর্কের সূত্রপাত। ম্যাচের বয়স তখন ৬৬ মিনিট। কেরালার বক্সের বাইরে ফ্রি কিক পায় বেঙ্গালুরু। এই পর্যন্ত সমস্ত কিছু ঠিক থাকলেও রেফারির বাঁশি বাজানোর আগেই ফ্রি কিক তুলে বল বিপক্ষের জালে জড়িয়ে দেন দলের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। যা দেখে বেঙ্গালুরু সমর্থকরা খুশি হলেও ক্ষোভে ফেটে পড়তে দেখা যায় কেরল সমর্থকদের। এই প্রসঙ্গ তুলেই এবার সুনীল ছেত্রীর পাশে দাঁড়ালেন স্ত্রী সোনম ভট্টাচার্য।
নিজের স্যোশাল সাইট থেকে তিনি লেখেন, প্রতিদ্বন্দ্বিতা ও সমর্থনের মধ্য দিয়ে কীভাবে আমরা সমাজের সকল দায়িত্ব ও কর্তব্য কে ভুলে গেলাম? কি করে একে অন্যের প্রতি দয়ালু হতে ভুলে গেলাম। এর পাশাপাশি তিনি আরও লেখেন, আশাকরি এতদিনে আপনারা নিজেদের সমস্ত রাগ, হতাশা ও ঘৃণাকে উগড়ে দিয়ে নিজেদের পছন্দের মানুষের কাছে আবার পৌঁছে গিয়েছেন।
উল্লেখ্য, সুনীলের এই গোলের পরেই নিজেদের দল কে মাঠ থেকে তুলে নিয়েছিল কেরল কোচ। এরপরে ম্যাচ কমিশনারের পাশাপাশি আইএসএলের এক কর্তা তাদের পুনরায় মাঠে ফেরার অনুরোধ জানালে ও তা কোনও মতেই শোনেননি কেরালা ব্লাস্টার্স ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত বেঙ্গালুরু কে জয়ী ঘোষণা করেছিল রেফারি।
তারপর থেকেই নেটমাধ্যমের পাশাপাশি সর্বত্র বয়ে গিয়েছে সমালোচনার ঝড়। কোথাও পোড়ানো হয়েছে সুনীল ছেত্রীর পোস্টার। যা দেখে নিন্দার ঝড় বয়ে গিয়েছে সর্বত্র। এরপরে কেরলের তরফ থেকে ম্যাচের রিপ্লে চাওয়ার পাশাপাশি বেঙ্গালুরু দলের শাস্তির আবেদন করা হলেও এখনো সেই নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি আইএফএ কতৃপক্ষ। বর্তমানে আইএসএলের প্রথম সেমিফাইনালে মুম্বাই সিটি এফসি কে ১-০ গোলে পরাজিত করেছে বেঙ্গালুরু। গোলদাতা সেই সুনীল। আজ আইএসএলের দ্বিতীয় লেগের সেমিফাইনাল খেলবে দুই দল। আজ জিততে না পারলেও কার্যত ড্র হলেও ফাইনালের টিকিট পেয়ে যাবেন রয়কৃষ্ণা রা।