সোমবার সন্ধ্যায় গাছিবাউলিতে ফ্রেন্ডলী ম্যাচ খেলবে ব্লু-টাইগার্স। যেখানে তাঁরা লড়াই করবে পাউ মারতির মালয়েশিয়ার সঙ্গে। এখন এই ম্যাচের দিকেই নজর রয়েছে সকলের। তৎকালীন কোচ ইগর স্টিমাকের দায়িত্ব ছাড়ার পর বহু আলোচনার শেষে মানোলো মার্কুয়েজের হাতে তুলে দেওয়া ভারতীয় ফুটবল দলের দায়িত্ব। গত ইন্টারকন্টিনেন্টাল কাপ থেকেই ব্লু-টাইগার্সদের দায়িত্ব সামাল দিয়ে আসছেন এই স্প্যানিশ কোচ। হিসাব অনুযায়ী তাঁর তত্ত্বাবধানে এখনও পর্যন্ত প্রায় তিনটি ম্যাচ খেলেছে ভারতীয় ফুটবল দল।
যার মধ্যে দুইটিতে ড্র করার পাশাপাশি একটিতে পরাজিত হতে হয়েছে গুরপ্রীত সিং সান্ধুদের। সেই নিয়ে কিছুটা হলেও হতাশ আইএসএল জয়ী এই কোচ। সেজন্য নিজের সেরা একাদশ নামিয়ে জয় ছিনিয়ে নেওয়ায় এখন অন্যতম লক্ষ্য মানোলোর। এখন এই ম্যাচের দিকেই নজর রয়েছে গোটা দেশবাসীর। অন্যদিকে, জাতীয় বিরতিতে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রী। রবিবার বিকেলে নিজের সোশ্যাল সাইটে সেই সম্পর্কিত বেশ কিছু ছবি আপলোড করেন এই তারকা ফুটবলার।
যেখানে পত্নী সোনমের পাশাপাশি নিজের পুত্র সন্তানের সঙ্গে দেখা যায় বেঙ্গালুরু এফসির এই তারকা ফরোয়ার্ডকে। ছবির সাথে তিনি লিখেছেন” ইউনিভার্সের সমস্ত তাঁরাদের সঙ্গে আমি সময় কাটাচ্ছি।” তাঁর এমন পোস্ট সহজেই মন জয় করেছে অনুরাগীদের। কিছুদিন আগে পর্যন্ত তাঁর অধিনায়কত্বে মাঠে খেলতে নামত ভারতীয় ফুটবল দল। কিন্তু গত কুয়েত ম্যাচের মধ্যে দিয়ে অবসরের সিদ্ধান্ত নেন এই ভারতীয় ফরোয়ার্ড। জাতীয় দলের জার্সিতে তিনি আর মাঠে না নামলেও স্ব মহিমায় খেলছেন ইন্ডিয়ান সুপার লিগ।
View this post on Instagram
এই নয়া আইএসএল সিজনে জর্জ পেরেইরা দিয়াজ এবং শিব শক্তির মত ফুটবলারদের পাশাপাশি বেঙ্গালুরু এফসির জার্সিতে নিজের সেরাটা উজাড় করে দিচ্ছেন তিনি। বর্তমানে সাময়িক বিরতি থাকায় নিজের পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন ছেত্রী।