দলকে জেতানোর পর জন্মদিন পালন করলেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। শনিবাদ যুবভারতী স্টেডিয়ামে ইন্টার কাশীর বিরুদ্ধে ডুরান্ড কাপের ম্যাচ খেলতে নেমেছিল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। ৩-০ গোলে ম্যাচ জিতেছে বেঙ্গালুরু। গোল করেছেন সুনীল।
লোকাল ছেলেদের নামিয়ে ৫ গোলে জিতল Odisha FC
ডুরান্ড কাপে ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ক্লাব তাদের রিজার্ভ টিমকে মাঠে নামাচ্ছে। বেঙ্গালুরু এফসি ডুরান্ড অভিযানে অংশ নিয়ে পূর্ণ শক্তি নিয়ে। বিদেশি ফুটবলারদের প্রথম একাদশে রেখে ইন্টার কাশীর বিরুদ্ধে মাঠে নেমেছিল দেশের এক সময়কার চ্যাম্পিয়ন দল। আসলে গত মরসুমে বেঙ্গালুরু এফসি হতাশ করেছিল। ক্লাবে আসেনি ট্রফি, দলের পারফরম্যন্স দেখে হতাশা প্রকাশ করেছিলেন বেঙ্গালুরু এফসি কর্ণধার পার্থ জিন্দল। ২০২৩-২৪ মরসুম শেষ হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, আসন্ন মরসুমে আবার ঘুরে দাঁড়াবে দল।
সেই মতো হয়েছে দল গঠন। বেঙ্গালুরু এফসির মনোভাব স্পষ্ট। প্রথম থেকেই লক্ষ্য ট্রফি জয়। ডুরান্ড কাপ জিতে মরসুম শুরু করতে চাইছে তারা। ইন্টার কাশীর বিরুদ্ধে সহজেই জয় পেয়েছে বেঙ্গালুরু। বিরতির আগে ১-০ গোলে এগিয়েছিল দল। ১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বিএফসি-কে এগিয়ে দিয়েছিলেন এডগার।
East Bengal: ‘এরকম ঘটনা জীবনে প্রথম দেখলাম’, সাংবাদিক সম্মেলনে বললেন দেবব্রত
FULL THROTTLE! 🔵 The Blues put on a show in Kolkata, making it two wins in two in the #DurandCup2024, with a big win over Inter Kashi. 🔥#WeAreBFC #BFCIKFC pic.twitter.com/uMVefKTJ89
— Bengaluru FC (@bengalurufc) August 3, 2024
সুনীল ছেত্রী মাঠে নেমেছিলেন বিরতির পর। বৃষ্টি হলেও কলকাতায় গরম এখনও ভালই অনুভূত হচ্ছে। তাতে অবশ্য চল্লিশ বছরের ‘যুবক’ সুনীল ছেত্রীর গোল করতে অসুবিধা হয়নি। ৮১ মিনিটে সেট পিস থেকে ছেত্রীর গোল। ৩-০ গোলে এগিয়ে যায় বিএফসি। বেঙ্গালুরুর দ্বিতীয় গোলটা এদিনের সেরা। ৭৭ মিনিটের মাথায় উইলিয়ামসের থ্রো থেকে আক্রমণ শুরু করেছিলেন নগুয়েরা। তিনি বল পাঠিয়ে দিয়েছিলেন ছেত্রীর কাছে। ছেত্রীর কাছ থেকে বল পেয়ে যান দিয়াজ। দিয়াজের বাড়ানো বল থেকে গোল করে যান আলবার্ত নগুয়েরা।