অবসরের পর কোচিং ক্যারিয়ার শুরু করবেন ছেত্রী? মিলল আভাস

গতকাল থেকেই কিছুটা মন খারাপের আবহ রয়েছে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে। অবসরের কথা ঘোষণা করেছেন ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। আগামী ৬ই জুন সল্টলেকের…

Sunil Chhetri

গতকাল থেকেই কিছুটা মন খারাপের আবহ রয়েছে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে। অবসরের কথা ঘোষণা করেছেন ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। আগামী ৬ই জুন সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে শেষবারের মতো খেলতে নামবেন এই ভারতীয় তারকা। তাই এখন থেকেই এই ম্যাচের টিকিটের দিকে নজর রয়েছে ফুটবলপ্রেমীদের। আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো অনলাইনে বিক্রি শুরু হয়ে যাবে এই ম্যাচের টিকিট। শেষবারের মতো ভারতীয় দলের জার্সিতে তাকে দেখতে মরিয়া সকলে।

   

তবে অবসর গ্ৰহনের পর কী করবেন এই ম্যাজিশিয়ান? সেই নিয়ে এবার উঠে আসল নয়া তথ্য। শুক্রবার একটি ভার্চুয়াল মিটে উপস্থিত ছিলেন সুনীল ছেত্রী। সেখানে তাকে কোচিং সংক্রান্ত বিষয় প্রশ্ন করা হলে তিনি বলেন, এখনই আমি কোচিং করানোর কথা ভাবতে চাইছি না। তবে পরবর্তীতে কোচিং করানোর জন্য উপযুক্ত লাইসেন্সের প্রস্তুতি নেব। পাশাপাশি ভারতীয় ফুটবল ফেডারেশনে আসার প্রসঙ্গ উঠলেও ঠিক এমনটাই ইঙ্গিত দেন ছেত্রী। তার কথায়, এখন তেমন কোনো পরিকল্পনা না থাকলেও অদূর ভবিষ্যতে যে আসতে চাইনা এমনটা নয়।

অর্থাৎ ভবিষ্যতে ও যে তিনি কোনো না কোনো ভাবে ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত থাকতে চান, সেটা পরিষ্কার। তবে বর্তমানে আগামী ৬ই জুন কুয়েতের বিপক্ষে নিজের সেরাটা উজাড় করে দেওয়াই একমাত্র লক্ষ্য এই তারকার।