মেসির সঙ্গে দেখা করার প্রসঙ্গে কী বললেন সুনীল?

sunil-chhetri-on-meeting-lionel-messi-mumbai

বর্তমানে লিওনেল মেসির (Lionel Messi) ভারত সফর নিয়ে মাতোয়ারা গোটা দেশের ফুটবলপ্রেমীরা। গত রবিবার সন্ধ্যায় দেশের বানিজ্য নগরী তথা মুম্বাইতে আয়োজিত হয়েছিল তৃতীয় গোট কনসার্ট। যেখানে উপস্থিত ছিলেন গতবারের বিশ্বকাপ জয়ী তারকা এলএমটেন থেকে শুরু করে রদ্রিগো ডি পল এবং লুইস সুয়ারেজ। তাঁদের দেখতে দেশের অন্যান্য স্টেডিয়ামের মতো এখানেও নেমেছিল মানুষের ঢল। যেখানে প্রথম থেকেই যথেষ্ট সুষ্ঠভাবে পরিচালিত হতে থাকে গোটা অনুষ্ঠান। যেখানে প্রদর্শনী ম্যাচে খেলতে দেখা গিয়েছিল ভারতীয় ফুটবল দলের তারকা সুনীল ছেত্রী থেকে শুরু রাহুল ভেকে সহ চিংলেসানা সিংদের। সেখানে আর্জেন্টিনার জার্সি হাতে ও দেখা যায় সুনীল ছেত্রীকে। এছাড়াও ছিলেন বালা দেবী। সেখানেই শেষ নয়, পরবর্তীতে মাঠে স্বাগত জানানো হয় মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারকে।

যিনি পরবর্তীতে নিজের জার্সি তুলে দেন গতবারের বিশ্বজয়ীর হাতে। বিশ্ব ক্রিকেটের এই দেবতাকে হাততালি দিয়ে মঞ্চে স্বাগত জানাতে ও দেখা যায় লিওনেল মেসি থেকে শুরু করে রদ্রিগো ডি পল ও লুইস সুয়ারেজকে। যে ঘটনা হয়তো আগে কখনও দেখেনি ভারতবর্ষ। পাশাপাশি এদিন লিওনেল মেসিকে সামনে রেখেই বিশেষ ফুটবল প্রোজেক্টের কথা ও জানানো হয় মহারাষ্ট্র ফুটবল সংস্থার তরফে। সেখানেই মেসির সই করা আর্জেন্টিনার জার্সি হাতে দেখা গিয়েছিল সুনীল ছেত্রীকে। যেটা ব্যাপকভাবে নজর কেড়েছিল সকলের। অবশেষে নিজের সোশ্যাল সাইটে সেই প্রসঙ্গে মনের কথা জানালেন ভারতীয় ফুটবলের এই অন্যতম তারকা।

   

নিজের সোশ্যাল সাইটে মেসির সঙ্গে জার্সি হাতে একটি ছবি আপলোড করে তিনি লেখেন, ‘ আমি এমন একটা ইনজুরির চিকিৎসা করছি যা আমাকে একটা ঝামেলার মধ্যে ফেলে দিয়েছে এবং বলাই বাহুল্য, যখন আমি মাঠের চেয়ে ফিজিওর সাথে বেশি সময় ব্যয় করি তখন আমি নিজের সাথে থাকতেও পছন্দ করি না। মুম্বাইয়ে এমন একজন মানুষের সাথে দেখা করি যিনি আমাকে খুব খুশি করেন, এবং যার শিল্প আমার সমস্ত দুঃখের প্রতিষেধক, ঠিক এটাই ছিল আমার প্রয়োজন। লিওনেল মেসি আমাদের খেলাধুলার জন্য যা কিছু করেছেন তাঁর জন্য ব্যক্তিগতভাবে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারাটা আমার স্বপ্ন এবং কর্তব্যের মতো মনে হয়েছিল।’

আর ও লেখেন, ‘ রদ্রিগো ডি পলের মতো আরেক বিশ্বকাপজয়ীর সাথে দেখা হওয়াটা দারুন ছিল, আর তারপর আমাদের প্রজন্মের সবচেয়ে পূর্ণাঙ্গ ৯ নম্বর খেলোয়াড় লুইস সুয়ারেজের সাথে ফ্রেম শেয়ার করার জন্য একটা শিশুসুলভ উত্তেজনা ছিল। আর মুম্বাই, তুমি পরম সৌন্দর্য, আমাকে এত ভালোবাসার অনুভূতি দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন