হাড্ডাহাড্ডি লড়াই, দেদার বিক্রি হল সুনীল নামাঙ্কিত জার্সি

গত কয়েক মাস ধরে এই ম্যাচের অপেক্ষায় ছিল বঙ্গের ফুটবলপ্রেমী মানুষ।‌ আজ সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় দলের জার্সিতে নিজের শেষ ম্যাচ খেললেন সুনীল ছেত্রী…

Sunil Chhetri Jerseys Sell Out in Huge Numbers

গত কয়েক মাস ধরে এই ম্যাচের অপেক্ষায় ছিল বঙ্গের ফুটবলপ্রেমী মানুষ।‌ আজ সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় দলের জার্সিতে নিজের শেষ ম্যাচ খেললেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। যার সাক্ষী থেকেছে প্রায় ষাট হাজারের বেশি মানুষ। ফিফা তালিকা অনুযায়ী ভারতের থেকে তারা কিছুটা পিছিয়ে থাকলেও স্কিলফুল ফুটবল খেলে যথেষ্ট চাপে ফেলে দিয়েছিল দলকে।‌ তাছাড়া এই ম্যাচ যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল ব্লু-টাইগার্সদের কাছে। আসলে আজ কুয়েতের বিপক্ষে জয় আসল ফিফা ফুটবল বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের পরবর্তী রাউন্ডে চলে যেতে ভারত।

এক কথায় বলতে গেলে নয়া ইতিহাস তৈরি করার হাতছানি ছিল মহেশদের কাছে। সেইসাথে সুনীল ছেত্রীর শেষ ম্যাচ হিসেবে বিবেচিত হওয়ায় শুরু থেকেই তুঙ্গে ছিল টিকিটের চাহিদা। সময় যতই এগিয়েছে ততই দেখা দিয়েছে টিকিটের হাহাকার। এমনকি অনলাইন মাধ্যমে যতবার টিকিট ছাড়া হয়েছে তা ফুরিয়ে গিয়েছে নিমেষে। তাছাড়া গত কয়েকদিন ধরে দিদার বিক্রি হয়েছে সুনীল ছেত্রীর নাম ও নম্বর লিখিত জার্সি। যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে ১৫০ টাকা থেকে শুরু করে প্রায় ৫০০ টাকা দামে বিক্রি হয়েছে ভারতীয় ফুটবল দলের জার্সি।

   

যার অধিকাংশ ক্ষেত্রেই লেখা রয়েছে ভারতীয় ফুটবলের আইকন সুনীল ছেত্রীর নাম। এছাড়াও রয়েছে ভারতীয় দল সমর্থিত স্কার্ফ এবং হেড ব্যান্ড। যা সহজেই নজর কেড়েছিল সকলের। সময় যতো এগিয়েছে ততই পাল্লা দিয়ে বেড়েছিল এই জার্সির চাহিদা। কুয়েতের বিপক্ষে জয় না আসলেও দলের পারফরম্যান্স নিয়ে খুশি সকলে।