আগষ্টে ৩৮ এ পা দেবেন ভারতের জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri )। চোটের জেরে মাঝে দীর্ঘ সময় মাঠের বাইরে কাটালেও গত ২৯ মে তিনি প্রত্যাবর্তন করেছিলেন তিনি জাতীয় দলে।আগামী ৮ ই জুন থেকে Asian Cup qualifiers এর ফাইনাল রাউন্ডের ম্যাচে খেলতে নামবে ব্লু টাইগার’রা।
সম্প্রতি সাংবাদিক সম্মেলনে ফের আরেকবার ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’কে অবসর নেওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ” গতবার (২০১৯) এশিয়া কাপের সময়’ও এক’ই প্রশ্ন করা হয়েছিল,আর আমি জবাব এক’ই দিয়েছিলাম।৫ বছর কেটে গেলেও এখনও সেই অবসর নিয়েই প্রশ্ন।তখন আমার বয়স ছিলো ৩২,এখন ৩৭-৩৮,তখন’ও আমার কাছে প্রশ্নের উত্তর ছিলো না, এখনও উত্তর নেই।
এখনও আমি খেলাটা উপভোগ করছি।উদান্তার সাথে দৌড়ে, সন্দেশের সাথে হেড প্রাক্টিসে এবং গুরপ্রীতের বিরুদ্ধে গোল করাটা দারুন উপভোগ করছি।যেদিন উপভোগ করা বন্ধ করে দেবো,সেই দিন খেলা ছেড়ে দেবো।তবে কবে,সেটা এখন স্পষ্ট নয়।
প্রতিদিন সকাল ছয়’টায় ওঠা সহজ নয়,তারপর সবার আগে উঠে ৩০ মিনিট যোগা করা।আমি খুব নিয়মের মধ্যে থাকি।টানা ২১ বছর ধরে এরকম করে যাওয়াটা খুব সহজ একটা বিষয় নয়।”