Sunil Chhetri Return: ডাক পেলেন সুনীল, কেন বাগান ফুটবলারদের ছাড়া প্রাথমিক স্কোয়াড জামিলের?

বর্তমানে যথেষ্ট ভালো ছন্দে রয়েছে ভারতীয় ফুটবল দল (India football squad)। মানোলো মার্কুয়েজের দায়িত্ব ছাড়ায পর গত কয়েক সপ্তাহ আগেই নতুন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন…

Sunil Chhetri Becomes Oldest Hat-Trick Scorer in ISL History

বর্তমানে যথেষ্ট ভালো ছন্দে রয়েছে ভারতীয় ফুটবল দল (India football squad)। মানোলো মার্কুয়েজের দায়িত্ব ছাড়ায পর গত কয়েক সপ্তাহ আগেই নতুন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন খালিদ জামিল। তারপর থেকেই ধীরে ধীরে নিজেদের শক্তি ফিরে পাচ্ছে ব্লু-টাইগার্স। গত কয়েকদিন আগেই কাফা নেশনস কাপের মধ্যে দিয়ে নিজের প্রথম অ্যাসাইনমেন্ট শুরু করেছিলেন এই ভারতীয় কোচ। সেখানে প্রথম ম্যাচে দারুন ছন্দে ধরা দিয়েছিল ভারতীয় শিবির। তারপর শক্তিশালী ইরানের বিপক্ষে লড়াই করে ও আসেনি জয়। তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আটকে যেতে হয়েছিল দলকে। যদিও শেষ পর্যন্ত ওমানকে টেক্কা দিয়ে ব্রোঞ্জ জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ করেছিল আনোয়ার আলিরা।

Also Read | Durga Puja 2025: এবার বাড়িতে দুর্গাপুজো করতে না পারায় মন ভার মেহতাবের

   

সেই নিয়ে যথেষ্ট খুশি দেশের ফুটবলপ্রেমীরা। এবার সামান্য কয়েকদিনের বিরতি। তারপরেই আগামী ৯ই এবং ১৪ই অক্টোবর সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের দুই লেগের ম্যাচে খেলতে নামবে ব্লু-টাইগার্স। সেইমতো আগামী ২০শে সেপ্টেম্বর থেকেই বেঙ্গালুরুতে প্রস্তুতি শিবির শুরু করে দেবেন ভারতীয় ফুটবল দলের কোচ। সেইমতো আজ কিছু ঘন্টা আগেই তিরিশ জন ফুটবলারদের স্কোয়াড ঘোষণা করেছেন খালিদ। সেই অনুযায়ী গোলরক্ষকদের মধ্যে ডাক পেয়েছেন যথাক্রমে গুরপ্রীত সিং সান্ধু, গুরমিত সিং এবং অমরিন্দর সিং। ডিফেন্ডারদের মধ্যে ডাক পেয়েছেন আনোয়ার আলি, হামিংথাংমাবিয়া রালতে, বিকাশ ইউমনাম, চিংলেসানা সিং, মুহম্মদ উভাইস, পমরভীর, রাহুল ভেকে, রিকি মিতেই, নাওরেম রোশন সিং।

Also Read | Sourav Ganguly : বিনা প্রতিদ্বন্দ্বিতায় CAB মসনদে বসছেন মহারাজ, কি বললেন দুর্নীতি নিয়ে?

মিডফিল্ডারদের মধ্যে এই তালিকায় রয়েছেন আশিক কুরুনিয়ান, দানিশ ফারুক ভাট, জিকসন সিং থুনওজাম, জিথিন এমএস, ম্যাকার্টন লুইস নিকসন, মহেশ সিং নাওরেম, মোহাম্মদ আইমেন,নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম, ভিবিন মোহনন। ফরোয়ার্ডদের মধ্যে রয়েছেন, ইরফান এদওয়ার্ড,লালিয়ানজুয়ালা ছাংতে মনবীর সিং (জুনিয়র), মোহাম্মদ সানান, মুহাম্মদ সুহেল, পার্থিব গগৈ, সুনীল ছেত্রী (Sunil Chhetri ) এবং বিক্রম প্রতাপ সিংয়ের মতো ফুটবলাররা। গত কাফা নেশনস কাপে সুনীল ছেত্রীকে (Sunil Chhetri ) স্কোয়াডে না রাখা হলেও এবার তাঁকে সামনে রেখেই লড়াই করতে চাইছেন ভারতীয় ফুটবল দলের কোচ। এছাড়াও এবারের এই স্কোয়াডে আপাতত রাখা হয়নি মোহনবাগান সুপার জায়ান্ট এবং এফসি গোয়া দলের ফুটবলারদের।

Advertisements

Indian Football Team star defender Sandesh Jhingan ruled out of CAFA Nations Cup 2025

Also Read | Sunil Chhetri: প্রত্যাবর্তনের ম্যাচে গোল করায় ‘বেঙ্গল টাইগার্স’ বধে ছেত্রীই ব্রহ্মাস্ত্র ?

সেটা কিছুটা হলেও অবাক করেছে সকলকে। আসলে আগামী আগামী ১৬ই সেপ্টেম্বর নিজেদের ঘরের মাঠে এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের অভিযান শুরু করছে সবুজ-মেরুন। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আহাল এফকে। তারপরের দিনই খেলতে নামছে মানোলো মার্কুয়েজের এফসি গোয়া। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ইরাকের ক্লাব আলজাওরা। বর্তমানে এই দুই ম্যাচের দিকে বিশেষ নজর থাকবে ফুটবলপ্রেমীদের। তারপরেই ৩০শে সেপ্টেম্বর অ্যাওয়ে ম্যাচে সেপাহান এসসির বিপক্ষে খেলতে হবে মোহনবাগান সুপার জায়ান্টকে। অন্যদিকে, ১লা অক্টোবর এফসি ইস্তিক্লো দুশনের বিপক্ষে খেলবে গোয়া শিবির। শোনা যাচ্ছে, ক্লাবের হয়ে এএফসির ম্যাচ খেলার পরেই জাতীয় শিবিরে যোগদান করবেন দুই দলের খেলোয়াড়রা। সেক্ষেত্রে পুর্ন শক্তি নিয়েই সিঙ্গাপুরের বিরুদ্ধে লড়াই করতে পারবে ভারত।