CFL-এ নিজেকে প্রমাণ করাই লক্ষ্য সুমিত টুডুর

কলকাতা ফুটবল লিগ (CFL) শুরু হওয়ার আগে বাকি আর কয়েক দিন। জোর কদমে চলছে প্রস্তুতি। এবারের মরসুমেও এক ঝাঁক ফুটবলার নিজেকে প্রমাণ করার জন্য মাঠে…

Sumit Tudu cfl

কলকাতা ফুটবল লিগ (CFL) শুরু হওয়ার আগে বাকি আর কয়েক দিন। জোর কদমে চলছে প্রস্তুতি। এবারের মরসুমেও এক ঝাঁক ফুটবলার নিজেকে প্রমাণ করার জন্য মাঠে নামতে চলেছে। সুমিত টুডুর (Sumit Tudu) জন্য কাজটা সহজ হবে না। কিছু দিন আগেই চোট কাটিয়ে মাঠে ফিরেছেন তিনি।

CFL: কালীঘাট এমএস-এর হয়ে খেলবেন কাঁচরাপাড়ার সঞ্জয়

   

কলকাতা ফুটবল লিগের প্রিমিয়র ডিভিশনে খেলতে চলেছে সুমিত টুডু। সুমিত টুডু অমিত টুডুর ভাই। দাদাকে দেখেই ফুটবলের প্রতি আগ্রহ, তারপর ফুটবলার হয়ে নিজেকে গড়ে তুলতে চাইছেন নিজেকে। সুমিত বলেছেন, “আমার দাদাই আমার আইডল। ওকে দেখেই ফুটবল খেলা শুরু করেছিলাম। আমি যখন ছোটো ছিলাম, ও তখনই টিম বড় বড় জায়গায় খেলেছিল। ওটা দেখেই আমার ফুটবলার হতে চাওয়ার ইচ্ছা।”

ফুটবল মাঠে সুমিতের শুরুটা মনের মতো হয়নি। প্রথম ডিভিশনে বিএনআর-এর হয়ে খেলতে নামার আগেই চোট। চোট না লাগলে ২০২২ সালেই হয়তো খেলতে পারতেন কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশন। চোটের কারণে আর খেলা হয়নি। এসিএল ইনজুরি। একজন ফুটবলারের কেরিয়ারে এই চোট দুঃস্বপ্নের থেকে কম কিছু নয়।

এসিএল ইনজুরির কারণে মাস খানেক মাঠের বাইরে ছিলেন সুমিত টুডু। তিনি জানিয়েছেন, প্রায় সাত মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল। এরপর হালকা অনুশীলন শুরু। আসন্ন কলকাতা ফুটবল লিগে কালীঘাট এমএস-এর হয়ে খেলতে চলেছেন সুমিত। তিনি নিজেও জানেন কাজটা সহজ নয়।

Chennaiyin FC: চিমার সঙ্গে চেন্নাইয়িন আক্রমণভাগে জর্ডান গিল

সুমিত রক্ষণভাগের ফুটবলার। রাইট, লেফট দুই সাইড ব্যাকেই খেলতে পারেন। এই পজিশনের জন্য স্কোয়াডে আরও একাধিক খেলোয়াড় রয়েছেন। তাঁদের সঙ্গে লড়াই করেই প্রথম একাদশে নিজের সুযোগ তৈরি করতে হবে সুমিত টুডুকে।