HomeSports NewsSumit Rathi: মোহনবাগানের ৮ গোলের মহড়ায় কাঁটা সুমিত

Sumit Rathi: মোহনবাগানের ৮ গোলের মহড়ায় কাঁটা সুমিত

- Advertisement -

ব্যারাকপুরে গোল বন্যা। মুহুর্মুহু গোল করল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। তবুও রয়ে গেল কাঁটা। বাগানের গোল মহড়ার দিন কাঁটা হয়ে রইলেন সুমিত রাঠি (Sumit Rathi)।

রবিবারের কলকাতা ফুটবল লিগের ম্যাচে রেলওয়ে এফসির বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচ ছিল। দুই দলের জন্যই এই ম্যাচ ছিল গুরুত্বপূর্ণ। অংকের বিচারে শেষ ছয়ে যাওয়ার দৌড়ে টিকে সবুজ মেরুন ব্রিগেড। রেলের বিরুদ্ধে জিতে সম্ভাবনা জিইয়ে রাখার লক্ষ্য নিয়ে খেলতে নেমেছিলেন ডগি কার্দোজার ছাত্রেরা। রেলওয়ের এফসি অবনমনের আওতায় রয়েছে। সুপার জায়ান্টের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিতে পারলে কিছুটা স্বস্তি পেয়ে যেত তারা।

   

অপ্রত্যাশিতভাবে ম্যাচে এগিয়ে গিয়েছিল রেলওয়ে এফসি। ৬ মিনিটের মাথায় গোল করে যান বেঙ্গল ফুটবল একাডেমির রাহুল হালদার। সুমিত রাঠির ভুলের কারণে পিছিয়ে পড়তে হয়েছিল মোহনবাগানকে। প্রতিপক্ষে দলের ফুটবলারের গায়ে বল মারেন সুমিত। সেখান থেকে বল পেয়ে গোল করেন রেলওয়ে এফসির রাহুল।

রাহুলের এই গোলের মিনিট পনেরো পরেই অবশ্য সবুজ-মেরুন ঝড়। প্রথমার্ধ্বে মোহনবাগানের ৬ গোল। তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল রেলের ডিফেন্স। বিরতির আগে দু’টি করে গোল করেন সেরতো, সালাউদ্দিন আদনান। একটি করে গোল করেন আদিল অবদুল্লাহ, রবি বাহাদুর রানা। রেলওয়ে এফসির বিরুদ্ধে ৬-১ গোলে এগিয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্ট।

বিরতির পর আরও দু’টো গোল করে মোহনবাগান। দলের হয়ে সপ্তম ও অষ্টম গোল করেছেন যথাক্রমে উত্তম হাঁসদা ও তপন হালদার।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular