HomeSports Newsসিএফএল-এর পর ডুরান্ড, চাপের মুখে নিজেকের প্রমাণ করছেন সুহেল

সিএফএল-এর পর ডুরান্ড, চাপের মুখে নিজেকের প্রমাণ করছেন সুহেল

- Advertisement -

সেই সুহেল আহমেদ ভাটই উদ্ধার করলেন মোহনবাগান সুপার জায়ান্টকে। কলকাতা ফুটবল লিগের পর এবার ডুরান্ড কাপেও (Durand Cup) সুহেলের (Suhail Ahmad Bhat) গোল। বাগানের রিজার্ভ দলের ভরসার মুখ হয়ে উঠেছেন তিনি।

   

কলকাতার বড় দলের জার্সির চাপ সামলানো মুখের কথা নয়। সবাই এই চাপ সামলাতেও পারেন না। সুহেল আহমেদ ভাট মোহনবাগান সুপার জায়ান্টের গত মরসুমের আবিষ্কার। বেশি কিছু গোল করে জায়গা করে নিয়েছিলেন ইন্ডিয়ান সুপার লিগের স্কোয়াডে। তারপর চোট।

চোটের কারণে ২০২৩-২৪ মরসুমের কিছুটা সময় মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন সুহেল। ফিরে এসে আবার গোল পেয়েছিলেন। গোল পাওয়ার অভ্যাস বজায় রেখেছেন এই মরসুমেও।

মোহনবাগানের রিজার্ভ দল থেকে অনেক খেলোয়াড় নজর কেড়েছিলেন। পারফরম্যানসের জোরে উঠে এসেছিলেন ফার্স্ট টিমে। যেমন অভিষেক সূর্যবংশী। কলকাতা ফুটবল লিগে অধিনায়কের আর্ম ব্যান্ড উঠেছে তাঁর হাতে। তেমনই দায়িত্ব নিতে শিখেছেন সুহেল। চাপের মধ্যেও গোল করতে পারছেন।

এদিনের ডুরান্ড কাপের ম্যাচেও সুহেলের গোল এসেছে চাপের মুহূর্তে। ডাউনটাউন হিরোস এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচে এগোচ্ছিল গোল শূন্য ড্রয়ের দিকে। ৭০ মিনিটের পর সুহেলের গোল। ওই একটা গোল ঠিক করে দিল ম্যাচের ফলাফল।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular