Mohun Bagan: ১০ মিনিটে সুহেলের হ্যাটট্রিক, মোহনবাগানের ৫ গোল

মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) হয়ে হ্যাটট্রিক করলেন সুহেল আহমেদ ভাট (Suhail Ahmad Bhat)। টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে তিন গোল করলেন তিনি। বড় ব্যবধানে জিতল মোহনবাগান।…

Suhail Ahmad Bhat scored hattrick for mohun bagan

মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) হয়ে হ্যাটট্রিক করলেন সুহেল আহমেদ ভাট (Suhail Ahmad Bhat)। টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে তিন গোল করলেন তিনি। বড় ব্যবধানে জিতল মোহনবাগান। মঙ্গলবার কলকাতা ফুটবল লিগের ম্যাচে বাগানে এল প্রয়োজনীয় তিন পয়েন্ট।

   

Anwar Ali: ‘আমরা মোহনবাগান…’, আনোয়ার ইস্যুতে মুখ খুললেন গোয়েঙ্কা

কলকাতা ফুটবল লিগ ২০২৪-এ ধারাবাহিকভাবে পারফর্ম করার ক্ষেত্রে বারংবার সমস্যার সম্মুখীন হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। দানা বাঁধছিল না খেলা। চাপ বেড়েছিল বাগানের রিজার্ভ দলের নতুন কোচ দেগি কার্দোজর ওপর। চাপ কমানোর জন্য টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে পুরো তিন পয়েন্ট দরকার ছিল সুপার জায়ান্টের। তিনটি পয়েন্টই পেল মোহনবাগান।

চলতি মরসুমে সবুজ মেরুন জার্সিতে ভরসার মুখ হয়ে উঠেছেন সুহেল আহমেদ ভাট। কলকাতা ফুটবল লীগের পর ডুরান্ড কাপেও গোল পেয়েছেন। মোহনবাগান সুপার জায়ান্টের তুলনায় খাতায় কলমে অনেকটা পিছিয়ে ছিল টালিগঞ্জ অগ্রগামী। এবারের মরসুমের জন্য একেবারে নতুন দল সাজিয়েছে তারা। তবে এখনও কাজের কাজ হয়নি।

মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকে রক্ষণভাগ মজবুত রাখার চেষ্টা করেছিল টালিগঞ্জ। মোহনবাগানের পক্ষ থেকে একাধিক আক্রমণ তৈরি করেও হলেও তৈরি ছিল প্রতিপক্ষের ডিফেন্স। ম্যাচের শুরুতেই গোল তুলে নেওয়ার চেষ্টা করেছিল মোহনবাগান। টালিগঞ্জ সেটা হতে দেয়নি। বিরতির আগে পর্যন্ত খেলার ফলাফল ছিল ০-০।

East Bengal FC: লাল-হলুদে উজ্জ্বল ‘ডি-ডি’ জুটি

বাঁধ ভাঙল বিরতির পর। টালিগঞ্জের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। তারপর সুহেলের হ্যাটট্রিক। টালিগঞ্জ অগ্রগামী একটা গোল শোধ করলেও ম্যাচে ফেরার জন্য যথেষ্ট ছিল না। ম্যাচের শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে মোহনবাগানের আরও একটি গোল, স্কোরলাইন ৫-১।