শুরুতেই স্টেডিয়াম নিয়ে অসন্তুষ্ট ছিলেন বাংলার ক্রিকেটাররা। কিন্তু শেষমেশ যাদবপুরের স্টেডিয়ামেই সোনা ফলাতে শুরু করেন লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা। দ্বিতীয় দিনের শেষেও বল হাতে চালকের আসনে থেকে একপ্রকার ম্যাচ ছিনিয়ে নিয়েছিলেন বাংলার ক্রিকেটাররা। কিন্তু কথাতেই আছে ফুটবলের মত ক্রিকেটও অনিশ্চয়তার খেলা। তৃতীয় দিনের শুরু থেকেই হারতে থাকা ম্যাচের মোড় ঘোরাতে শুরু করেন কেরালার ব্যাটাররা। অবশেষে দাক্ষিনাত্যের দীপ্তির সামনে পেরে উঠলেন না অনুষ্টুপ এন্ড কোম্পানি। গতকাল বিকেলে খেলা শেষে কেরালার বিরুদ্ধে ড্র করেছে বাংলা ব্রিগেড (Bengal vs Kerala Ranji Trophy)।
এদিন ফর্মে থাকা বাংলা দলের ওপেনার সুধীপ চ্যাটার্জী (৫৭) ও অভিষেক করা শুভম দে (৬৭) দুর্দান্ত অর্ধশতক হাঁকিয়ে বাংলা দলকে রঞ্জি ট্রফির এই গুরুত্বপূর্ণ ম্যাচে ড্র করতে সাহায্য করেন। সল্ট লেকের জেইউ সেকেন্ড ক্যাম্পাস মাঠে কেরালার বিরুদ্ধে ম্যাচটি ড্র হওয়ায় দুই দলই একটি করে পয়েন্ট অর্জন করেছে। তিন ম্যাচ শেষে বাংলা দলের পয়েন্ট সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ।
Salman Nizar (95) and Mohammed Azharuddeen (84) deliver powerful performances against West Bengal in the Ranji Trophy, setting the stage for a thrilling match.#keralacricketassociation #keralacricket #keralacricketfans pic.twitter.com/YgQAG64R7a
— KCA (@KCAcricket) October 29, 2024
ম্যাচ শেষে বাংলা দলের প্রধান কোচ লক্ষ্মী রতন শুক্লা বলেন, “ইশান (পোরেল) দুর্দান্ত বল করেছে, তাঁর বোলিংয়ে দুর্দান্ত বৈচিত্র ছিল। শুভমও অসাধারণ খেলেছে, আর সুধীপ তার চিরাচরিত ফর্মে রয়েই গেছে। আমরা এখন পরবর্তী ম্যাচগুলিতে মনোযোগ দিচ্ছি এবং ইতিবাচক মানসিকতায় এগোতে চাই।”
বসুন্ধরাকে হারিয়ে ফিরে এল জয়ের ধারায় ইস্টবেঙ্গল, তবুও সন্তুষ্ট নন অস্কার
গতকাল কেরালার ৩৫৬ রানের জবাবে ম্যাচের শেষ দিনে বাংলা প্রথম ইনিংসে ১৮১/৩ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে বাংলা। ওপেনার সুদীপ ১০২ বল খেলে ৯টি চার মেরে অর্ধশতক পূর্ণ করেন এবং শুভম ১১৩ বল খেলে সাতটি চার ও একটি ছক্কা মেরে অর্ধশতক পূর্ণ করেন। অধিনায়ক অনুষ্টুপ মজুমদার (২১) ও সুধীপ কুমার ঘরামী (৩১) অপরাজিত থাকেন।
বসুন্ধরাকে হারিয়ে ফিরে এল জয়ের ধারায় ইস্টবেঙ্গল, তবুও সন্তুষ্ট নন অস্কার
স্বভাবতই চোটের পর ফিরে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইশান পোড়েল । বাংলার এই পেসার কেরালার প্রথম ইনিংসে ১০৩ রানে ৬টি উইকেট দখল করেন (Bengal vs Kerala Ranji Trophy)। কেরালার হয়ে সালমান নিযার (অপরাজিত ৯৫) ও মোহাম্মদ আজহারউদ্দিন (৮৪) দুর্দান্ত ব্যাটিং করেন এবং দলের পক্ষে মোট ৩৫৬/৯ রান সংগ্রহ করেন। রঞ্জিতে বাংলা আগামী ম্যাচটি খেলবে কর্ণাটকের বিরুদ্ধে ৬ই অক্টোবরে।