HomeSports News১০ ম্যাচে শেষ কেরিয়ার! ভারতের হয়ে তিন ফরম্যাটেই খেলেছিলেন

১০ ম্যাচে শেষ কেরিয়ার! ভারতের হয়ে তিন ফরম্যাটেই খেলেছিলেন

- Advertisement -

ভারতে এমন অনেক ক্রিকেটার রয়েছেন যারা ঘরোয়া ক্রিকেটে খ্যাতি অর্জন করলেও আন্তর্জাতিক পর্যায়ে তেমন কিছু করতে পারেননি। এঁদের মধ্যে একজন এস বদ্রিনাথ (Subramaniam Badrinath)। ২০০০ সালে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। তারপর থেকেই উঠে এসেছিলে আলোচনায়। তামিলনাড়ুর হয়ে খেলা এই ব্যাটসম্যান প্রথম শ্রেণির কেরিয়ারে ৫৪ গড়ে ১০ হাজারের বেশি রান করেছেন। ভারতের হয়ে সুযোগ পেলেও নিজের সেই প্রতিভার পরিচয় তিনি দিতে পারেননি। টিম ইন্ডিয়ার হয়ে মাত্র ১০টি ম্যাচ খেলতে পেরেছিলেন।

ইউএস ওপেনে অঘটন , দ্বিতীয় রাউন্ডেই বিদায় আলকারাজের, হার ওসাকারও

   

২০০০ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে এস বদ্রিনাথের। ২০০৫-০৬ মরশুম থেকে ধারাবাহিকভাবে রান করতে থাকেন বদ্রিনাথ। ঐ মরশুমে ৮০ গড়ে ৬৩৬ রান তুলেছিলেন। ২০০৬-০৭-এ ৫০ গড়ে ৪৩৬ রান এবং ২০০৭-০৮ মরশুমে ৬৫ গড়ে ৬৫৯ রান করেন তিনি। ঘরোয়া ক্রিকেটে বদ্রিনাথ ধারাবাহিকভাবে রান করেছিলেন। ২০০৭ ও ২০০৮ সালে ডাক পেয়েছিলেন জাতীয় শিবিরে।

ভারতের হয়ে তিনটি ফর্ম্যাটেই খেলেছিলেন। তবে তাঁর কেরিয়ার বেশি দিন স্থায়ী হয়নি। ২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে টিম ইন্ডিয়ার হয়ে আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছিলেন তিনি। এই ফরম্যাটে মাত্র ৭ ম্যাচ খেলেছিলেন, করেছিলেন মাত্র ৭৯ রান। সর্বোচ্চ রান ছিল ২৭।

২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁর টেস্ট অভিষেক হলেও সেটিও শেষ হয় মাত্র ২ টেস্টের পর। ২ টেস্টের ৩ ইনিংসে ১টি হাফ সেঞ্চুরির সাহায্যে করেছিলেন ৬৩ রান। এছাড়া ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪৩ রান করেছিলেন তিনি। ২০০৮ সালে আন্তর্জাতিক কেরিয়ার শুরু করা বদ্রিনাথ ২০১১ সালে টিম ইন্ডিয়ার হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন।

CFL 2024: ১০ ম্যাচ খেলে নজর কাড়লেন হাবড়ার সুমন

২০০৮ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলা শুরু করেন এস বদ্রিনাথ। ২০১৩ সালের আইপিএল খেলার পর অবসর নেন তিনি। এ সময় ৯৫ ম্যাচে ১১৮ স্ট্রাইক রেটে ১৪৪১ রান করেছিলেন। একই সঙ্গে ২০১০ ও ২০১১ সালে জিতেছিলেন ট্রফি। আইপিএলে কখনও সিএসকে ছাড়া অন্য কোনও দলের হয়ে বদ্রিনাথ খেলেননি। এই সময়ে প্রথম তিন সিজনে বেতন পেয়েছিলেন ১২ লক্ষ টাকা। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি বেতন পেয়েছেন ৩ কোটি ৬৮ লাখ টাকা। এভাবে আইপিএল থেকে মোট ১১ কোটি ৪০ লাখ টাকা আয় করেন তিনি।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular