
সবুজ ঘাসের মাঠ, বাবার কোলে ছোট্ট একরত্তি আর সামনে প্রিয় ফুটবল। বয়স মাত্র পাঁচ মাস। তবু বাবার সঙ্গে ফুটবলের প্রথম ‘সাক্ষাৎ’ হয়ে গেল শুভাশীষ বোসের (Subhasish Bose) কন্যা শিবিকার। সেই মিষ্টি মুহূর্তের ভিডিও সোশাল মিডিয়ায় ভাগ করতেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। কেউ আদর করে বলছেন, ‘পুঁচকি ক্যাপ্টেন’, কেউ আবার ভবিষ্যতের ফুটবল তারকার স্বপ্ন দেখছেন।
বোর্ডের টানাপোড়েনে বিশ্বকাপের প্রস্তুতিতে ধাক্কা! বোমা ফাটালেন টাইগাররা
মোহনবাগানের (Mohun Bagan) অধিনায়ক শুভাশীষ বোসের জীবনে ফুটবল শুধু খেলা নয়, আবেগ। সেই আবেগের সঙ্গেই এবার জুড়ে গেল তাঁর জীবনের আরেক ভালোবাসা, মেয়ে শিবিকা। আইএসএল শুরুর আগে অনুশীলনের ব্যস্ততায় সল্টলেকের প্রস্তুতি মাঠে যখন সবুজ-মেরুন শিবির, তখনই বাবার কোলে চেপে মাঠে নামল শিবিকা। বাবার কোলে বসেই ফুটবলে ছোট্ট লাথি দৃশ্যই মন ছুঁয়ে গিয়েছে হাজার হাজার ফুটবল প্রেমীদের।
ভিডিওর ক্যাপশনে শুভাশীষ বোস লিখেছেন, “আমার দুনিয়ার সঙ্গে আমার ভালোবাসার সাক্ষাৎ হল।” অন্যদিকে মোহনবাগানের তরফে লেখা হয়েছে, “খুদে দর্শক, অসীম অনুপ্রেরণা।” মাঠে কিছুক্ষণ মায়ের সঙ্গেও ঘুরে বেড়াতে দেখা যায় শিবিকাকে। ফুটবলের পরিবেশ, সবুজ ঘাস সব মিলিয়ে যেন এক পারিবারিক মুহূর্তের উষ্ণ ছবি।
আইএসএলে অনিশ্চিত ওডিশা, ফেডারেশনের কাছে বাড়তি সময় চাইল ম্যানেজমেন্ট
উল্লেখ্য, গত বছরের আগস্ট মাসে বাবা হন শুভাশীষ। তাঁর স্ত্রী কস্তুরী ছেত্রী কন্যা সন্তানের জন্ম দেন। শিশুর নাম রাখা হয় ‘শিবিকা’, অর্থাৎ যার উপর শিবের আশীর্বাদ থাকে। অল্প বয়সেই বাবা-মায়ের সঙ্গে বিদেশ ভ্রমণ সেরেছে শিবিকা। এবার জীবনের প্রথম ফুটবল মাঠের অভিজ্ঞতা।
নেটদুনিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়তেই আবেগপ্রবণ প্রতিক্রিয়া। কেউ মন্তব্য করেছেন, “এই তো ভবিষ্যতের ক্যাপ্টেন।” কেউ আবার বার্সেলোনার ব্যালন ডি’অরজয়ী মহিলা ফুটবলার আইতানা বোনমাতির ছবি শেয়ার করে ইঙ্গিত দিয়েছেন ভবিষ্যতের সম্ভাবনার দিকে। ভক্তদের অনেকেরই অনুরোধ, শিবিকাও যেন বড় হয়ে ফুটবলের পথেই হাঁটে।
২০২১ সালে কস্তুরীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন শুভাশীষ। গত বছর মোহনবাগানকে আইএসএল ফাইনাল জিতিয়ে মাঠেই ঘোষণা করেছিলেন, তাঁর পরিবারে আসছে ‘জুনিয়র’। আজ সেই জুনিয়রের ফুটবলের সঙ্গে প্রথম পরিচয় দেখে আবেগে ভাসছেন সমর্থকেরা। সবুজ-মেরুন শিবিরে যেন নতুন করে যোগ হল এক খুদে অনুপ্রেরণা।
View this post on Instagram










