জামিলের শক্তি বাড়াতে জাতীয় শিবিরে যোগদান দুই বাগান তারকার

গত বৃহস্পতিবার এএফসি এশিয়ান কাপ ২০২৭ (AFC Asian Cup 2027) কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে ভারত। সিঙ্গাপুরের মাটিতে প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে…

AIFF change Venue for Indian Football Team vs Singapore AFC Asian Cup 2027 qualifier match 

গত বৃহস্পতিবার এএফসি এশিয়ান কাপ ২০২৭ (AFC Asian Cup 2027) কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে ভারত। সিঙ্গাপুরের মাটিতে প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নেমে শুরু থেকেই চাপে পড়েছিল খালিদ জামিলের শিষ্যরা। তবে ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান ও আনোয়ার আলিদের সুদৃঢ় রক্ষণ, এবং গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর একাধিক গুরুত্বপূর্ণ সেভ ভারতের রক্ষাকবচ হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত ম্যাচের নব্বই মিনিটে রহিম আলির গোলে হার এড়াতে সক্ষম হয় ব্লু টাইগার্স।

Advertisements

এই ম্যাচের পারফরম্যান্সে আশানুরূপ ফল না পেলেও দলীয় আত্মবিশ্বাসে ভাটা পড়েনি। বরং আগামী ১৪ই অক্টোবর মারমাগাওতে সিঙ্গাপুরের বিরুদ্ধেই দ্বিতীয় লেগের ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আরও একবার কোমর বেঁধে নামতে চলেছে ভারতীয় দল। কোচ খালিদ জামিল জানিয়ে দিয়েছেন, “দলের মধ্যে প্রত্যয়ের অভাব নেই। আমরা জয়ের জন্য মাঠে নামব, ঘরের মাঠে আমাদের সমর্থন বাড়তি উদ্দীপনা দেবে।”

Advertisements

এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে জাতীয় শিবিরে ইতিমধ্যেই বড়সড় শক্তিবৃদ্ধি হয়েছে। মোহনবাগান সুপার জায়ান্টের দুই নির্ভরযোগ্য ফুটবলার। অভিজ্ঞ ডিফেন্ডার শুভাশীষ বোস এবং প্রতিভাবান মিডফিল্ডার লালেংমাভিয়া রালতে (আপুইয়া) শনিবার জাতীয় দলের শিবিরে যোগ দিয়েছেন। তাঁদের দলে যোগ দেওয়ায় কোচ জামিলের হাতে বিকল্প বেড়েছে, সেইসঙ্গে ম্যাচ জেতানোর মতো দক্ষ ফুটবলারও পেয়েছেন তিনি।

৩ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে কঠিন পরিস্থিতিতে রয়েছে ভারত। তবে সাম্প্রতিক সময়ে সাফল্যের ছোঁয়া পেয়েছে দল। গত মাসে কাফা নেশনস কাপে তৃতীয় স্থান অর্জনের পথে ওমান ও তাজিকিস্তানের মতো উচ্চ র‌্যাঙ্কের দলকে পরাজিত করেছিল ভারত। ইরানের বিরুদ্ধে হারলেও দল দেখিয়েছে যে তারা শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখে।

সিঙ্গাপুরের বিরুদ্ধে দ্বিতীয় লেগের ম্যাচে দলে পরিবর্তন আসার সম্ভাবনা প্রবল। রালতে মিডফিল্ডে ভারসাম্য আনতে পারেন, যেখানে সিংহভাগ সময় বল দখলের লড়াইয়ে ভারত পিছিয়ে পড়েছিল আগের ম্যাচে। অন্যদিকে শুভাশীষের অভিজ্ঞতা রক্ষণে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। তাঁরা দু’জনেই জানেন কীভাবে বড় ম্যাচে চাপ সামলে নিজের সেরাটা দিতে হয়।

আগামী মঙ্গলবার গোয়াতে অনুষ্ঠিতব্য ম্যাচের দিকে এখন নজর ফুটবলপ্রেমীদের। ঘরের মাঠে খেলে আত্মবিশ্বাস বাড়িয়ে কোয়াযোগ্যতা অর্জন পর্বে নিজেদের অবস্থান মজবুত করতে চায় ভারত। সুনীল ছেত্রীর নেতৃত্বে দল এক নতুন উদ্যম নিয়ে নামবে মাঠে। সেখানে প্রত্যাশার চাপ যেমন থাকবে, তেমনই থাকবে ঘুরে দাঁড়ানোর তাগিদ। এই ম্যাচই ঠিক করে দেবে, ভারত এএফসি এশিয়ান (AFC Asian Cup 2027) কাপে স্বপ্ন বাঁচিয়ে রাখতে পারবে কিনা। এখন শুধু সময়ের অপেক্ষা মাঠে কে হাসবে শেষ হাসি?