Subha Ghosh: নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি শুভ ঘোষ

দরজায় কড়া নাড়ছে কলকাতা ফুটবল লিগ (CFL)। ফুটবলারদের সামনে নতুন চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত শুভ ঘোষ (Subha Ghosh)। বাংলার ফুটবলের অন্যতম পরিচিত নাম শুভ…

Subha Ghosh ready for CFL new challenge

দরজায় কড়া নাড়ছে কলকাতা ফুটবল লিগ (CFL)। ফুটবলারদের সামনে নতুন চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত শুভ ঘোষ (Subha Ghosh)। বাংলার ফুটবলের অন্যতম পরিচিত নাম শুভ ঘোষ। মোহনবাগানের হয়ে আই লিগ ও কলকাতা ফুটবল লিগ জয়ী ফুটবলার। আসন্ন সিএফএল-এ খেলবেন ভবানীপুরের হয়ে। আই লিগ ২-এ ভাল ফর্মে ছিলেন শুভ। আসন্ন কলকাতা ফুটবল লিগেও খুঁজে পেতে চাইবেন প্রতিপক্ষের গোলের ঠিকানা।

   

Mohun Bagan: মোহনবাগানের প্রাক্তন দুই ফুটবলার গড়েছেন নজির

২০২৩-২৪ আই লিগ টু-এর শুরু থেকে ভাল ফর্মে ছিলেন শুভ ঘোষ। বেশ কিছু ম্যাচে গোল করে উঠে এসেছিলেন টুর্নামেন্টের শীর্ষ গোলদাতা হওয়ার দৌড়ে। শুভ শুরুর দিকে যে ফর্ম প্রদর্শন করেছিলেন শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে পারেননি। অবশ্য শুভ একা নন, দল হিসেবে ফর্ম বজায় রাখতে পারেনি Kenkre FC। আট দলের ক্রম তালিকায় সবার শেষে অবস্থান করেছে Kenkre FC। ১৪ ম্যাচে পেয়েছিল ৯ পয়েন্ট।

 

কলকাতা মাঠের দুই বড় ক্লাবেই খেলেছেন শুভ ঘোষ। মোহনবাগানের হয়ে খেলে চলে এসেছিলেন প্রচারের আলোকের নীচে। এটিকে মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্স দলের সদস্যও ছিলেন তিনি। কেরালা ব্লাস্টার্স থেকে লোনে যোগ দিয়েছিলেন ইস্টবেঙ্গলে।

Amit Tudu: মোহনবাগানকে হারিয়ে জিতেছিলেন শিল্ড, এখনও হারিয়ে যাননি অমিত টুডু

এখন বড় দলের হয়ে না খেললেও দর্শক হিসেবে একাধিক ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত থেকেছেন। আসন্ন কলকাতা ফুটবল লিগে খেলবেন ভবানীপুরের হয়ে। ফুটবল প্রেমীরা চাইবেন শুভ আবারও ফারুক তাঁর পুরোনো ফর্মে।