Ranji Trophy: রঞ্জি ট্রফিতে ৩ রান করে আউট হলেন শ্রেয়স আইয়ার

Shreyas Iyer

নিরাশ করলেন শ্রেয়স আইয়ার। কেন্দ্রীয় চুক্তি বিতর্ক আবহে ব্যাটে রান পেলেন না। রঞ্জি ট্রফির (Ranji Trophy) সেমিফাইনালে আউট হলেন মাত্র ৩ রান করে।

এবারের রঞ্জি ট্রফি প্রবেশ করেছে সেমিফাইনালে। তামিলনাডুর বিরুদ্ধে মাঠে নেমেছে মুম্বাই। প্রথমে ব্যাট করে ১৪৬ রানে অলআউট হয়ে যায় তামিলনাডু। আধুনিক ক্রিকেটের নিরিখে এই রান কম হলেও সুবিধা করতে পারছে না মুম্বাই। রেকর্ড সংখ্যক রঞ্জি ট্রফি বিজেতা মুম্বাই এখন ব্যাটিং সংকটের মুখোমুখি হয়েছে।

   

দলের ব্যাটিং অর্ডারে যখন ধস, তখন মাঠে নামেন শ্রেয়স আইয়ার। ধৈর্য্য ধরলে এই উইকেটেও যে ব্যাট করা যায় সেটা দেখিয়ে দিয়েছেন মুম্বাইয়ের মুশির খান। ১৩১ বলে ৫৫ রানের ইনিংস। তামিলনাডুর হয়ে বিজয় শঙ্কর, ওয়াশিংটন সুন্দর খেলেছেন যথাক্রমে ৪৪ ও ৪৩ রানের ইনিংস। মুশির, বিজয় কিংবা ওয়াশিংটন টিম ইন্ডিয়া থেকে এখন অনেক দূরে। তাঁরা রান পাওয়ার পর ক্রিকেট প্রেমীদের চোখ ছিল শ্রেয়স আইয়ারের দিকে।

নামলেন, ৫ বল খেললেন এবং বোল্ড। নামের পাশে ৩ রান। বোল্ড হয়েছেন সন্দীপ ওয়ারিয়রের বলে। এটাই রবিবারের শ্রেয়স আইয়ার। লাঞ্চের আগে ৭ উইকেট হারিয়েছে মুম্বাই। তামিলনাডুর থেকে এখনও ২১ রানে পিছিয়ে রয়েছে দল। তামিলনাডুর অধিনায়ক সাই কিশোর ইতিমধ্যে ৫ উইকেট নিয়েছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন