কেরালাতেই থাকছেন জিকসন সিং? প্রবল সম্ভাবনা

নতুন মরশুমের জন্য দল গঠনের কাজ অনেকটাই সেরে ফেলেছে আইএসএলের প্রত্যেকটি ফুটবল ক্লাব। গতবারের খেতাব জয়ী মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে বেঙ্গালুরু হোক কিংবা…

Jeakson Singh

নতুন মরশুমের জন্য দল গঠনের কাজ অনেকটাই সেরে ফেলেছে আইএসএলের প্রত্যেকটি ফুটবল ক্লাব। গতবারের খেতাব জয়ী মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে বেঙ্গালুরু হোক কিংবা ইস্টবেঙ্গল-মোহনবাগান। কোচের নির্দেশ মেনে খেলোয়াড় চূড়ান্ত করছে দল গুলি। দাপুটে বিদেশি ফুটবলারদের পাশাপাশি শক্তিশালী ভারতীয় স্কোয়াড তৈরি করার লক্ষ্য সকলের। এক্ষেত্রে কেরালা ব্লাস্টার্সের ডিফেন্সিভ মিডফিল্ডার জ্যাকসিং সিংয়ের দিকে নজর পড়ে মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপারজায়ান্টসের।

   

সময় এগোনোর সাথে সাথেই বছর তেইশের এই ফুটবলারের সঙ্গে কথাবার্তা এগোতে শুরু করে দুই প্রধান। সেই নিয়ে পরবর্তীতে কোনো তথ্য উঠে না এলেও শোনা যাচ্ছে, আসন্ন ফুটবল মরশুমে মিকেল স্ট্যাহরের তত্ত্বাবধানে কেরালা ব্লাস্টার্সেই খেলতে দেখা যেতে পারে মনিপুরের এই মিডফিল্ডারকে। যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে জানানো হয়নি সেই কথা। তবে গতকাল নিজেদের সোশ্যাল সাইট থেকে থাইল্যান্ডে প্রাক-মরশুমে অংশগ্রহণকারী ফুটবলারদের তালিকা প্রকাশ করে কেরালা। সেখানে মিডফিল্ডারদের মধ্যে দেখা যায় জিকসন সিংয়ের (Jeakson Singh Thounaojam) নাম।

যা থেকে অনেকেই মনে করতে শুরু করেছেন যে নয়া আইএসএল মরশুমে ও হয়ত দক্ষিণের এই ফুটবল ক্লাবেই থাকছে এই তারকা। হিসেব অনুযায়ী আগামী ২০২৫ সাল পর্যন্ত কেরালার সঙ্গে চুক্তিবদ্ধ জিকসন। যারফলে, তাকে দলে নেওয়ার ক্ষেত্রে বাড়তি ট্রান্সফার ফি দিতে হবে ক্লাব গুলিকে। কিন্তু আদৌও তিনি অন্যত্র যোগদান করেন কিনা এখন সেটাই দেখার।