Advertisements

Anwar Ali: রবিবার রাতেই শহরে আনোয়ার? প্রবল সম্ভবনা

Anwar Ali

অবশেষে নো অবজেকশন সার্টিফিকেট পেয়ে গিয়েছেন আনোয়ার আলি (Anwar Ali)। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির নির্দেশে তাঁকে ‘এনওসি’ দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। যারফলে এখন তিনি দিল্লি এফসির ফুটবলার। তাই অন্যদলে সই করতে কোনও বাঁধা থাকলো না এই ভারতীয় ডিফেন্ডারের।

Advertisements

উল্লেখ্য, গত মাসেই ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে প্রি-কনট্রাক্টে স্বাক্ষর করেছিলেন আনোয়ার। সেজন্য তাঁর লাল-হলুদে কার্যত সময়ের অপেক্ষা। যা নিয়ে রীতিমতো খুশির আমেজ ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে। কিন্তু কবে কলকাতায় আসবেন মোহনবাগানের এই প্রাক্তন ফুটবলার? সেই নিয়ে উঠতে শুরু করেছিল একাধিক প্রশ্ন। এবার উঠে আসলো এক নয়া তথ্য।

বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার গভীর রাতে চন্ডীগড় থেকে কলকাতায় উড়ে আসার কথা আনোয়ার আলির। যা নিঃসন্দেহে বড়সড় চমক হতে পারে ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে। তিনি একানন এই দপুটে সেন্টার ব্যাকের সঙ্গে দেখা মিলতে পারে দিল্লি এফসির কর্নধার রঞ্জিত বাজাজের।
তাহলে কী রবিবারেই লাল-হলুদে যোগ দিতে চলেছেন আনোয়ার আলি? বর্তমানে দাঁড়িয়ে সেই সম্ভবনা প্রবল থেকে প্রবলতর হয়ে উঠেছে। সেক্ষেত্রে আগামী সোমবার মেডিকেল টেস্ট করাতে পারেন এই তারকা।

Advertisements
Advertisements