কোথাও যাচ্ছেন না তিনি ! সমস্ত জল্পনা ওড়ালেন ম্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United) তারকা পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। আগামী মরশুমে’ও তাকে দেখা যাবে ম্যানচেস্টার ইউনাইটেডের’র জার্সিতে’ই।ক্লাব’কে চ্যাম্পিয়ান করাটাই এখন পরম লক্ষ্য তার।
গত মরশুম ভালো যায়নি ম্যানচেস্টার ইউনাইটেডের।মরশুম কেটেছে ট্রফিহীন।এমনকি পরবর্তী মরশুমের চ্যাম্পিয়ান্স লিগে’ও খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ম্যান ইউ।তাই অনেকেই মনে করেছিলেন আগামী মরশুমে হয়তো নিজের পুরনো ক্লাব জুভেন্টাসে যোগ দেবেন রোনাল্ডো।এখানে বলে রাখি ম্যান ইউ’তে যোগ দেওয়ার আগে রোনাল্ডোর বায়ার্ণ মিউনিখে যোগ দেওয়ার সম্ভাবনা ছিল প্রবল।
সদ্য ম্যানচেস্টার ইউনাইটেড’কে দেওয়া একটি সাক্ষাৎকারে রোনাল্ডো বলেছিলেন, ” যে ক্লাবের হাত ধরে আমার উঠে আসা,সেই ক্লাবে ফের আরেকবার খেলার সুযোগ করে নিতে পেরে দারুণ আপ্লুত আমি।আমি এখানেই খুশি বর্তমানে।
আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ম্যাচ জেতা,চ্যাম্পিয়ানশিপ জেতা।তবে আমার দৃঢ় বিশ্বাস ম্যানচেস্টার ইউনাইটেড খুব শীঘ্রই তাদের হারানো স্থান ফিরে পাবে।সময় লাগবে,তবে ফিরবে নিশ্চিত, এ আমার বিশ্বাস।”
২০২১-২২ মরশুমে দুই কোচ দায়িত্ব সামলেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের, প্রথমে ওলে গানার সোলজার তারপর তিনি সরে দাড়ালেন র্যাননিক দায়িত্ব সামলান।কোনও ট্রফিহীন রেড ডেভিলস’রা প্রিমিয়ার লিগের ছয় নম্বর স্থানে শেষ করে ট্রফিহীন মরশুম।নয়া ডাচ কোচের অধীনে পরবর্তী মরশুমে ঘুরে দাড়াতে প্রস্তত ম্যান ইউ,গত মরশুমে আয়াক্স’কে চ্যাম্পিয়ান করিয়ে এরিক টেন হ্যাগ যোগদান করেছে ম্যান ইউয়ের কোচের পদে।