HomeSports NewsAlok Mukherjee: দু’বছর সময় পেলে এই ইস্টবেঙ্গলকে বদলে দেবে স্টিফেন: অলোক

Alok Mukherjee: দু’বছর সময় পেলে এই ইস্টবেঙ্গলকে বদলে দেবে স্টিফেন: অলোক

- Advertisement -

গত দু’বছর দেখা গিয়েছে একেবারে শেষ পর্বে দল তৈরি করেছিল ইস্টবেঙ্গল। সেই জন্য আইএসএলে বিশ্রী পারফরম্যান্স করেছে তারা। এবারও সেই একই চিত্র দেখা যাচ্ছে। এবারও শেষ সময় দল তৈরি করেছে ইস্টবেঙ্গল। ইমামির সঙ্গে চুক্তি হল একেবারে শেষ প্রান্তে এসে। তবে এবার গত দু’বছরের মত খারাপ পারফরম্যান্স করবে না বলে মনে করছেন প্রাক্তন ফুটবলার অলোক মুখোপাধ্যায় (Alok Mukherjee) ।

এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,‘এবার ইস্টবেঙ্গলের কোচ টিফেন কনস্টানটাইন। যিনি হারার আগে হারেন না। এই কোচের সঙ্গে আমি সাড়ে তিন বছর কাজ করেছি। ওনাকে জানি, উনার কোচিং পদ্ধতি

   

জানি। তাই এবার আমি ইস্টবেঙ্গল দল নিয়ে আশাবাদী। আমার মতে স্টিফেন যদি দু’বছর সময় পান এই ইস্টবেঙ্গল দলের চেহারা বদলে দেবেন। সময় দিতে হবে কোচকে। রাতারাতি অবশ্য ম্যাজিক দেখানো যায় না। তবে স্টিফেন সময় পেলে এই দলটা অন্য ফুটবল খেলবে বলে মনে করছি।’

একই সঙ্গে তিনি বলেন,‘আমি আশা করি গত দু বছরের মত এবার এত খারাপ রেজাল্ট হবে না। চার পাঁচ জন ভালো বিদেশি দরকার। ভালো বিদেশে এলেই এই দলের চেহারা বদলে যাবে। দলের কোচ যখন স্টিফেন, এই দলটাকে অন্যরূপ দিয়ে দেবে।স্টিফেন দলটাকে তৈরি করে নেবে বলেই মনে করছি।তাই এবারের ইস্টবেঙ্গল দল নিয়ে আমি অন্তত আশাবাদী।এখন দেখা যাক কত তাড়াতাড়ি তৈরি হয়ে উঠে ইস্টবেঙ্গল।’

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular