Stephen Constantine: পাকিস্তান জাতীয় দলের দায়িত্বে স্টিফেন কনস্টান্টাইন

Stephen Constantine, the head coach of East Bengal Club, during a football match

ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের আগে উল্লেখযোগ্য এক পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। কম্বোডিয়ার বিপক্ষে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের আগে পুরুষ জাতীয় দলের নতুন প্রধান কোচ নিয়োগ দিয়েছে পাকিস্তান। কম্বোডিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে পাকিস্তান জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে স্টিফেন কনস্টান্টাইনকে(Stephen Constantine) নিয়োগ দিয়েছে পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ)।

Advertisements

কম্বোডিয়ার বিপক্ষে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের ঠিক আগে এই পদক্ষেপ নিয়েছে পাকিস্তানের ফুটবল নিয়ামক সংস্থা। ফিফা ক্রম তালিকায় ভারতকে ১৭৬ থেকে ৯৬-এ নিয়ে যাওয়া অভিজ্ঞ সাহেব কোচ স্টিফেন ২০০০ সাল থেকে ফিফার এলিট কোচের দায়িত্বপালন করছেন। “স্টিফেন একই লক্ষ্য নিয়ে আমাদের সাথে যোগ দিতে সম্মত হয়েছে – কম্বোডিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্ব জিততে”, বলা হয়েছে পাকিস্তানের তরফে।

স্টিফেন কনস্টান্টাইন তাঁর কোচিং ক্যারিয়ারে প্রিমিয়ার লিগ (পিএল), এএফসি বোর্নমাউথ এবং আরেকটি ইংলিশ ক্লাব মিলওয়ালের মতো বড় দল পরিচালনা করেছেন। সম্প্রতি ছিলেন ভারতের ক্লাব ইস্টবেঙ্গলের দায়িত্বে।

Advertisements

এশিয়ার অন্যতম অভিজ্ঞ কোচ কনস্টান্টাইন ভারতীয় ফুটবল দলের কোচ ছিলেন দীর্ঘ সময়। এর আগে তিনি নেপাল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেছেন। ২০০৩ সালের আফ্রো-এশিয়ান গেমস এবং ২০১৬ সালে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপে ভারতকে রৌপ্য পদক এনে দিয়েছিলেন ৬০ বছর বয়সী এই কোচ। তাঁর নেতৃত্বে ভারত ২০১৮ সালে ইন্টারকন্টিনেন্টাল কাপও জিতেছিল। আগামী ১২ অক্টোবর কম্বোডিয়ায় বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম লেগে কম্বোডিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। এরপর ১৭ অক্টোবর ঘরের মাঠে হবে ফিরতে পর্বের ম্যাচ।