Stephen Constantine : স্বাধীনতা দিবসের দিন বিতর্কে জড়ালেন ইস্টবেঙ্গল কোচ

বিতর্কে জড়ালেন ভারতের জাতীয় দলের প্রাক্তন কোচ এবং ইমামি ইস্টবেঙ্গলের বর্তমান কোচ স্টিফেন কনস্টানটাইন (Stephen Constantine)। সোমবার, ভারতের স্বাধীনতা দিবসের দিন ভুল ভারতীয় মানচিত্র আপলোড করেছিলেন তিনি। নিজের ভুল বুঝতে পেরে পরে ক্ষমাও চেয়ে নিয়েছেন অবশ্য।

Stephen Constantine : স্বাধীনতা দিবসের দিন বিতর্কে জড়ালেন ইস্টবেঙ্গল কোচ

   

দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন স্টিফেন। দু’বার জানাতে হয়েছে। কারণ প্রথমবার ভুল করে ফেলেছিলেন। ৫৯ বছর বয়সী এই ব্রিটিশ কোচ নিজেকে দ্রুত সংশোধন করেন। কনস্টানটাইন টুইট করে বলেছিলেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আমার ভারতীয় বন্ধুদের জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ।” সঙ্গে একটি ভারতীয় মানচিত্র। তবে তিনি যে মানচিত্র ব্যবহার করেছিলেন, তাতে পাক অধিকৃত কাশ্মীর (পিওকে) অঞ্চলকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়নি। জাতীয় দলের প্রাক্তন কোচের এই গুরুতর ভুলটিকে নেটিজেনরাই দেখিয়ে দিয়েছিলেন।

 

কনস্টান্টাইন দ্রুত তাঁর ভুল স্বীকার করে নিয়েছেন। এবং কয়েক মিনিটের মধ্যে টুইটটি ডিলিট করে দেন। কিছু পর তিনি আবারও টুইট করেন, “এর আগে ব্যবহৃত ভুল মানচিত্রের জন্য ক্ষমা চাইছি। সারা বিশ্বের ভারতীয়দের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন