Stephen Constantine : ফুটবলারদের বকাঝকা করছেন স্টিফেন

Stephen Constantine coaching East Bengal team

হাতে সময় কম। যা করার দ্রুত করতে হবে। কঠিন পরিস্থিতির মধ্যে থেকে প্রমাণ করতে হবে নিজেদের। পরিস্থিতি জেনে তবেই ইস্টবেঙ্গল কোচের দায়িত্ব নিয়েছেন স্টিফেন কনস্টানটাইন (Stephen Constantine)। নরমে গরমে করাচ্ছেন অনুশীলন।

Advertisements

আরও পড়ুন: Stephen Constantine: একগুচ্ছ চমক নিয়ে কলকাতায় হাজির হচ্ছেন ইস্টবেঙ্গলের চিফ কোচ

এক দিকে কলকাতা লিগ শুরু হয়ে গিয়েছে। ইস্টবেঙ্গলকেও খেলতে হবে। ডুরান্ড কাপ রয়েছে। ইন্ডিয়ান সুপার লিগ এখন অনেক পরের কথা। আপাতত এই দুই লিগে নিজেদের গুছিয়ে নেওয়াটাই ক্লাবের লক্ষ্য। এবং অবশ্যই ভালো ফল করা।

আরও পড়ুন: East Bengal: অনুশীলন শুরু হতে না হতেই লাল-হলুদে চোটের আশঙ্কা

Advertisements

শনিবার ইস্টবেঙ্গলের অনুশীলন দেখার জন্য যথারীতি ভিড় জমিয়েছিলেন লাল হলুদ সমর্থকরা। অনুশীলন শেষে কোচ স্টিফেন কনস্টানটাইনকে কেন্দ্র করে সমর্থকদের জটলা। হাসি মুখেই সব কিছু মেনে নিয়েছেন তিনি। কিন্তু ছাত্রদের সঙ্গেও কি সব সময় হাসিখুশি ইস্টবেঙ্গলের বর্তমান হেডস্যার?

আরও পড়ুন: East Bengal: প্রথম ম্যাচের আগে এই ডিফেন্ডারকে সই করাতে মরিয়া লাল-হলুদ!

একজন দক্ষ, অভিজ্ঞ প্রশিক্ষকের মতোই ছেলেদের ওপর নজর রেখেছেন তিনি। কোথাও ভুল হলে বলে দিচ্ছেন। দরকারে দেখিয়ে দিচ্ছে। সঙ্গে একটু বকাঝকা, ভালো করে বুঝিয়ে বলাও রয়েছে। সব মিলিয়ে তরুণ ফুটবলারদের নিয়ে নিজের পুরোটা উজাড় করেই অনুশীলন করাচ্ছেন স্টিফেন। দৌড় করানোর পাশাপাশি নিজেদের মধ্যে তাড়াতাড়ি বল দেওয়া নেওয়ার অভ্যাসটাও তৈরি করিয়ে নিতে চাইছেন তিনি।