Monday, December 8, 2025
HomeSports NewsIPL 2023: ভিভিয়ান ডিভাইন ও জনিতা গান্ধীতে ইতি টানবে আইপিএল ২০২৩

IPL 2023: ভিভিয়ান ডিভাইন ও জনিতা গান্ধীতে ইতি টানবে আইপিএল ২০২৩

- Advertisement -

২০২৩এর আইপিএল (IPL 2023 ) একেবারে গুটিয়ে নিয়েছে শেষের দিকে। রবিবার সন্ধ্যায় আহমেদাবাদে ফাইনাল খেলা শেষ হলেই এই বছরের মতো শেষ ক্রিকেট বিশ্বের এই বিশেষ বিনোদন। শুরুটাও হয়েছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সেদিনও খেলিছিল হার্দিক পান্ড্যের গুজরাট টাইটানস এবং এম এস ধোনির চেন্নাই সুপার কিংস। এবারও তাই। কোয়ালিফায়ার ২এ রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ানসকে ৬২ রানে হারিয়ে ফাইনালে পৌছে যায় হার্দিক পান্ড্যেরগুজরাট টাইটানস।

আইপিএল সূচনা হয়েছিল তমন্না, রশমিকা মান্দানা ও অরিজিত সিং দিয়ে। শেষবেলায় এসে মাঠ বা প্রতিপক্ষ একই থাকছে। তবে অরিজিত- রশমিকাদের বদলে আসবেন ডিভাইন ও জনিতা গান্ধী। সাথে থাকছেন জনপ্রিয় র‍্যাপার ডিজে নিউক্লেয়া।

   

আইপিএলের অফিসিয়াল টুইটারে জানানো হয়েছে রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে মঞ্চ মাতাতে আসছেন জনপ্রিয় র‍্যাপার ডিজে নিউক্লেয়া, ডিভাইন এবং গায়িকা জনিতা গান্ধী।

এই আমেদাবাদে হওয়া উদ্বোধনী ম্যাচে ৫ উইকেটে চেন্নাইকে হারিয়ে দিয়েছিল গুজরাট। ফাইনালে ফলাফল এক থাকে নাকি উলটপুরাণ, তারই অপেক্ষা আপাতত অব্যাহত।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular