চিন্তায় নির্বাচকরা! বিরাট কি আর খেলবেন না ওয়ানডে?

ভারতীয় ক্রিকেটের (Indian Cricketer) সবচেয়ে উজ্জ্বল তারকাদের একজন বিরাট কোহলির (Virat Kohli) ভবিষ্যৎ নিয়ে ফের তৈরি হয়েছে জল্পনা। টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে ইতিমধ্যেই অবসর…

Star Indian Cricketer Virat Kohli future in doubt after BCCI chief selector Ajit Agarkar phone no contact

ভারতীয় ক্রিকেটের (Indian Cricketer) সবচেয়ে উজ্জ্বল তারকাদের একজন বিরাট কোহলির (Virat Kohli) ভবিষ্যৎ নিয়ে ফের তৈরি হয়েছে জল্পনা। টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে ইতিমধ্যেই অবসর নিয়েছেন কোহলি। তবে ওয়ানডে ক্রিকেটে এখনও সক্রিয় রয়েছেন তিনি। ভারতকে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার পর, ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে খেলার সম্ভাবনাও প্রবল কোহলির (Bengali Sports News)। তবে সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে, তাঁর ওডিআই ক্যারিয়ার নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে (Indian Cricket News)।

জাতীয় সংবাদমাধ্যমের এক রিপোর্ট অনুযায়ী, প্রধান নির্বাচক (BCCI Chief Selector)  অজিত আগারকর (Ajit Agarkar) সম্প্রতি কোহলির সঙ্গে ফোনে যোগাযোগ করেন। কোহলি বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন এবং বিসিসিআইয়ের সঙ্গে তাঁর কোনও প্রত্যক্ষ যোগাযোগ নেই বলেই জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে নির্বাচকরা তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্পষ্ট ধারণা পাচ্ছেন না। আগারকর নাকি বিরাটের নীরবতায় হতাশ।

   

এই বছরের শুরুতেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন কোহলি। তার আগে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে ‘গুডবাই’ বলেন তিনি। এরপর ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল তাঁর শেষ বড় আন্তর্জাতিক ওয়ানডে টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত ফর্মে ছিলেন কোহলি, ভারতকেও জিতিয়েছিলেন সেই প্রতিযোগিতা। তবে সেই প্রতিযোগিতার পর আইপিএল খেললেও এরপর আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি তাঁকে।

বিসিসিআই চেয়েছিল অক্টোবরে অস্ট্রেলিয়া সফরের আগে ‘অস্ট্রেলিয়া এ’র বিরুদ্ধে হোম সিরিজে খেলুক কোহলি। এই সিরিজে ম্যাচ ফিটনেস ও ফর্ম যাচাই করা সম্ভব হত। কিন্তু বিস্ময়করভাবে ভারত ‘এ’ দলের ঘোষিত দলে কোহলি ও রোহিত শর্মার নাম ছিল না। উল্লেখ্য, রোহিতও টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন এবং শুধুমাত্র ওডিআইতে খেলছেন।

বর্তমানে কানপুরে অনুষ্ঠিত হতে চলা তিনটি ওডিআই ম্যাচে কোহলির অনুপস্থিতি আরও প্রশ্ন তুলেছে। নির্বাচক কমিটি এখনও কোহলির পরিকল্পনা ও ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত নয়। যদি তিনি ওয়ানডে থেকেও সরে যান, তবে তা হবে এক যুগের অবসান।

বিসিসিআই বা কোহলির তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাঁর ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে কোনও চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলেই মনে করা হচ্ছে। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা এখনও আশায় বুক বাঁধছেন, আরও একবার ২০২৭ বিশ্বকাপে দেশকে ব্যাট হাতে ২২ গজে দেখবেন ‘কিং কোহলি’কে।

Advertisements

Star Indian Cricketer Virat Kohli future in doubt after BCCI chief selector Ajit Agarkar phone no contact

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News