ATK Mohun Bagan: গুরুত্বপূর্ণ ম‍্যাচের আগে বাগান শিবিরে যোগ দেবেন এই তারকা বিদেশি

আগামী ১৪ ই জানুয়ারি এবারের ইন্ডিয়ান সুপার লিগের অন‍্যতম সেরা ম‍্যাচে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) বনাম মুম্বাই সিটি এফসি।

Hugo Boumous

আগামী ১৪ ই জানুয়ারি এবারের ইন্ডিয়ান সুপার লিগের অন‍্যতম সেরা ম‍্যাচে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) বনাম মুম্বাই সিটি এফসি। এই ম‍্যাচে জয় পাওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ সবুজ মেরুন শিবিরের কাছে,তাই মুম্বাই সিটি এফসি কে হারাতে মরিয়া থাকবে সবুজ মেরুন শিবির সে কথা বলাই বাহুল‍্য। এই মুহূর্তে এই ম‍্যাচের জন্যে জোরকদমে প্রস্তুতি নিচ্ছে সবুজ মেরুন শিবির।

Advertisements

তবে এখনও প্রাক্টিসে এসে হাজির হননি হুগো বুমোস। এই মুহূর্তে ছুঁটি কাটাচ্ছেন তিনি।তবে দুই একদিনের মধ্যে হুগো শিবিরে যোগদান করবেন, এমনটাই শোনা গেছিলো।শনিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন বুমোস। যেখানে তাকে প‍্যারিসের এয়ারপোর্টের ছবি পোস্ট করতে দেখা গেছে।

Advertisements

আর এই থেকে স্পষ্ট হুগো বুমোস মুম্বাই সিটি এফসিতে খেলার জন্যে রওনা দিয়েছেন ইতিমধ্যে।এর পাশাপাশি আরও একটা খবর শোনা যাচ্ছে যে মনবীর সিং ম‍্যাচ ফিট হয়ে উঠেছেন অনেকটাই৷ তবে তিনি মুম্বাইয়ের বিরুদ্ধে খেলবে কিনা সেটা স্পষ্ট নয় এখনও।