Super Cup: তারকা বিদেশিকে বাদ দিয়েই দল ঘোষণা কলকাতা প্রধানের

Players of Mohammedan Sporting Club during a match

চলতি মরশুমের আইলিগে হতশ্রী পারফরম্যান্স থেকেছে মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan Sporting Club)। শুরু থেকেই মুখ থুবড়ে পড়তে হয়েছে তাদের। যারফলে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে থেকেই নিজেদের অভিযান শেষ করতে হয়েছে সাদা-কালো ব্রিগেডকে। মরশুমের প্রথমে বহু আশা নিয়ে প্রাক্তন মোহনবাগান কোচ কিবু ভিকুনা কে দলের হাল ধরতে দেওয়া হলেও খুব একটা কাজে দেয়নি সেই পরিকল্পনা।

যারফলে, আইলিগের শেষের দিকে প্রাক্তন খেলোয়াড় তথা কোচ মেহরাজ মেহরাজউদ্দিন ওয়াডু কে দেওয়া হয় দলের দায়িত্ব। তার কোচিংয়ের মধ্য দিয়েই পুরোনো ফর্মে ফেরে রেড রোডের এই ক্লাব। শেষ কয়েকটি ম্যাচে যথেষ্ট দাপট দেখায় মহামেডান। এবার লক্ষ্য সুপার কাপ। আইলিগ পারফরম্যান্স ভালো না হলেও দেশের সবথেকে বড় কাপ টুর্নামেন্টে নিজেদের মেলে ধরতে মরিয়া তারা।

   

সেই মর্মেই আজ কেরালা উড়ে গিয়েছে সাদা-কালো শিবির। আগামী বুধবার কেরালার মাঞ্জেরি স্টেডিয়ামে গোকুলাম কেরালা এফসির মুখোমুখি হতে হবে তাদের। তবে এই দলে সুযোগ পেলেন না দলের অন্যতম ভরসাযোগ্য বিদেশি মার্কাস জোসেফ। যা দেখে অবাক বেশকিছু মহামেডান সমর্থক। তবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দলে রয়েছেন দাউদা থেকে শুরু করে মিরলান মুরজায়েভ ও বিদেশি মিডফিল্ডার নিকোলা স্টোজানোভিচ।

সেই অনুযায়ী আসন্ন সুপার কাপে সাদা-কালো ব্রিগেডের হয়ে গোলরক্ষক হিসেবে দলে রয়েছেন সত্যজিৎ বরদলুই , মিঠুন সামন্ত, শঙ্কর রায় ও জোথাইমাথুইয়া। পাশাপাশি মাঝমাঠ সামলানোর দায়িত্ব পেয়েছেন অভিষেক হালদার, শেখ সাহিল, মিলন সিং, আভাস থাপা, নিকোলা স্টেজোনোভিচ, ক্রিস্টি ডেভিস ও উইলিয়াম। সেইসাথে ফরোয়ার্ড হিসেবে থাকছেন আবিওলা দাউদা, শেখ ফৈয়াজ, ফয়জল আলি, আজারউদ্দিন মল্লিক, রাহুল পাসওয়ান, মিরলান মুরজায়েভ, ডেমেলো ও কিন লুইস। এবং দলের রক্ষনভাগের খেলোয়াড় হিসেবে থাকছেন ডেভলপমেন্ট লিগ খেলা তারকা দিপু হালদার, ওয়েন ভাজ, সন্দীপ মান্ডি, অভিষেক আম্বেকর, শাহিন ও উসমান এনডিয়ারে। এদের উপর ভরসা করে আদৌ কতটা সফল হয় সাদা-কালো ব্রিগেড এখন সেটাই দেখার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন