মোহনবাগান ছেড়ে আইলিগ জয়ী দলে সই করলেন তারকা ফুটবলার

avilash paul

শেষ আইলিগে মরশুমে ভালো পারফরম্যান্স করলেও চূড়ান্ত সাফল্য আসেনি গোকুলাম কেরালার। মোট ২২ ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে থেকেই নিজেদের অভিযান শেষ করেছে কেরালার এই দল। তবে সেই হতাশা কাটিয়ে এবারের ডুরান্ড কাপে ঘুরে দাঁড়ানোর কথা থাকলেও শেষ রক্ষা হয়নি।

গ্রুপ পর্ব যথেষ্ট দাপটের সাথে খেললেও পরবর্তীতে কোয়ার্টার ফাইনালে ইমামি ইস্টবেঙ্গল দলের কাছে পরাজিত হতে হয় তাদের। ডুরান্ড থেকে ছিটকে গেলেও আগত হিরো আইলিগে এবার ভালো পারফরম্যান্স ধরে রেখে চূড়ান্ত সাফল্য আনাই একমাত্র লক্ষ্য তাদের। সেই মর্মে গত কয়েকমাসে ধরে একাধিক দেশি ও বিদেশি ফুটবলারদের দলে টেনেছে দক্ষিণের এই ফুটবল দল।

   

যাদের মধ্যে অন্যতম হলেন কমরন তুরসুনোভে। তাজাকিস্তানের এই সেকেন্ড স্ট্রাইকার একটা সময় এফসি রেজার থেকে উঠে এলেও পরবর্তীকালে মোহনবাগান সহ ট্রাউ এফসি থেকে শুরু করে চার্চিল ব্রাদার্স ও এমনকি রাজস্থান ইউনাইটেডের মতো দলের হয়েও খেলেন তিনি। তবে এবার আসন্ন ৩টি মরশুমের জন্য দক্ষিণ ভারতের এই ফুটবল দলের জার্সিতে খেলবেন কমরন। ডুরান্ড কাপের ম্যাচে সেভাবে জ্বলে উঠতে না পারলেও আইলিগে তাকে সামনে রেখেই একাদশ সাজাতে চায় গোকুলাম দল। এসবের মাঝেই এবার মোহনবাগান সুপারজায়ান্টস দল থেকে এক প্রতিভাবান ফুটবলারকে ছিনিয়ে নিল গোকুলাম কেরালা। তিনি অভিলাশ পাল।

গত ফুটবল মরশুমে এটিকে মোহনবাগান দলের রিজার্ভ বেঞ্চে বহুবার দেখা গিয়েছে এই তারকা ফুটবলারকে। এবার তাকেই নিজেদের তিন কাঠির দায়িত্ব দিল গোকুলাম কেরালা এফসি। আইলিগ জয়ী এই দলের সঙ্গে যুক্ত হয়ে তিনি বলেন, এই দলের সঙ্গে যুক্ত হতে পেরে আমি যথেষ্ট খুশি। এখান থেকেই আমি আমার ক্যারিয়ারের নতুন একটা অধ্যায় শুরু করতে চাই। আমি কথা দিচ্ছি, আমি সর্বদা নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আমি গোকুলাম কেরালা দলের জার্সি পড়ার জন্য ব্যাপকভাবে মুখিয়ে আছি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন